







নিজস্ব প্রতিবেদন:-আমরা যতই বর্তমান প্রজন্মের জনপ্রিয় ধারাবাহিক গুলি নিয়ে আলোচনা করি না কেন কিন্তু একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে একসময় ধারাবাহিক জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল মা নামক একটি ধারাবাহিক । যেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়ের বড় হয়ে ওঠার গল্প দেখানো হয়েছিল ।এবং এই বাচ্চা মেয়েটির কথা আমরা প্রত্যেকে এখন অব্দি মনে আছে তার নাম হলো ঝিলিক কিন্তু তার আসল নাম হচ্ছে তিথি বসু।




মাগো তোমায় ছাড়া ঘুম আসেনা মা এই গানের লাইনটি দিয়ে জনপ্রিয়তার নিরিখে একদম তুঙ্গে পৌঁছে গিয়েছিল ঝিলিক । কিন্তু আপনি জানলে অবাক হবেন একসময় যে ঝিলিকের ঘুম আসত না মাকে ছাড়া এখন কিন্তু সেই ঝিলিক ওড়াচ্ছে তরুণ প্রজন্মের । একদমই ঠিক শুনেছেন কারণ পরিপক্ক একটি যুবতীতে পরিণত হয়েছে ।




এবং তিনি প্রথম থেকে তার সম্পর্কের ব্যাপারে অত্যন্ত খোলামেলা । লুকিয়ে চুকিয়ে সম্পর্ক করার পক্ষপাতিত্ব তিনি নয় ।।তিনি বারবার জানান যে ক্রিকেটারদের দেবায়ুন পাল এর সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে । এবার তাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করলো তিথি বসু




সম্প্রতি তিথি বসু তাঁর প্রেমিক দেবায়ন পালের জন্মদিনে একটি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন তিনি শুভ জন্মদিন আমার ভালোবাসা । আমার প্রথম চাহিদা যদি তুমি হও আমার দ্বিতীয় চাহিদা তোমাকে বিয়ে করার ।। পাশাপাশি তিথি বসু চেয়েছেন যাতে দেবায়নকে জাতীয় দলে খেলতে দেখতে পারে ।




তাই তিনি সেই পোষ্টের মাধ্যমে দেখলিখেছেন যে আমার অন্য একটি স্বপ্ন হলো তোমাকে জাতীয় দলের পোশাকে দেখা ।। এই ছোট্ট অভিনেত্রীর জনপ্রিয়তার নেহাত কম নয় । এখন প্রতিনিয়ত বেড়েই চলেছে তার ফ্যান ফলোইং সংখ্যা । এবং মাঝে মধ্যে এমন কিছু ধরনের পোশাক পরেন যেগুলো দেখলে রীতিমতো ঘুম উড়ে যায় তরুণ ছেলেদের।











