







নিজস্ব প্রতিবেদন:আমরা বরাবর থেকেই জেনে এসেছি সাধারণত একটি এটিএম কার্ড দিয়ে একটি একাউন্ট এর টাকা তোলা যায়। কিন্তু সম্প্রতি এই নিয়ম বদলে দিতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। জানা যাচ্ছে এবার থেকে একটি এটিএম কার্ড দিয়ে তিনটি অ্যাকাউন্টের টাকা তোলা যাবে। হয়তো প্রতিবেদনটি এতদুর পর্যন্ত পড়ার পর অনেকেই অবাক হয়ে গিয়েছেন, তবে ঘটনাটি একেবারেই সত্যি। আসুন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক।




প্রসঙ্গত উল্লেখ্য এবার থেকে অ্যাড অন কার্ড বা অ্যাড অন অ্যাকাউন্ট নামে দুটি সুবিধা পাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক-র গ্রাহকরা। খবর অনুযায়ী জানা যাচ্ছে যে,অ্যাড-অন অ্যাকাউন্টের মাধ্যমেই একই গ্রাহকের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। একটি কার্ড দিয়েই তিনটি অ্যাকাউন্ট থেকে প্রয়োজনমাফিক টাকা তুলতে পারবেন। মানে এবার থেকে আর টাকা তোলার জন্য অসুবিধার সম্মুখীন হতে হবে না গ্রাহকদের।




তবে চিন্তার বিষয় এই যে শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর গ্রাহকদের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকেরা এরকম ধরনের কোনো সুবিধা পাবেন না। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলিতে নজর রাখতে থাকুন।নিজস্ব মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।











