









নিজস্ব প্রতিবেদন:জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আমরা সকলেই চিনি। বেশ কয়েকটি সুপার হিট চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে বেশ কিছু সময় ধরে মন খারাপ করেছেন টলিউডের এই মিষ্টি নায়িকা। তার অনুরাগীদের অনেকের মনেই প্রশ্ন উঠেছে হঠাৎ করে এই মন খারাপ কেন অভিনেত্রীর? তাই শেষ পর্যন্ত একটি ভিডিও প্রকাশ করে মুখ খুলেছেন মিমি। আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই ভাইরাল ভিডিও সম্পর্কেই জেনে নেব।





ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। এবং বলছেন যে “পরিবর্তন জগতের নিয়ম;আমাদের সকলকেই একদিন পরিবর্তনের মুখোমুখি হতে হবে”। অর্থাৎ একদিন এই করোনা ভাইরাসের প্র-কো-প কেটে যাবে এবং মানুষ আবারো নিজের পুরনো সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে।ভিডিওর কমেন্ট বক্সে এমতাবস্থায় মিমিকে অনেকেই প্রশ্ন করেছেন তিনি তাঁর প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তীকে মিস করছেন কিনা? যদিও এই কথার কোনো প্রতি উত্তর দেননি নায়িকা।





তবে পুরনো কথা বা স্মৃতি মনে পড়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।তাই মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম ঘটেনি।প্রসঙ্গত শুভশ্রীর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে দীর্ঘদিন মিমি চক্রবর্তীর সাথে সম্পর্কে ছিলেন পরিচালক রাজ। তবে পরবর্তীতে তাদের মধ্যে মনোমালিন্যের জেরে ভা-ঙ্গ-ন দেখা দেয়।এরপর শুভশ্রীকে বিয়ে করে বসেন পরিচালক। সম্প্রতি কিছুদিন আগেই তাদের এক পুত্র সন্তান জন্ম নিয়েছে। সেই সময় মিমি রাজকে শুভেচ্ছাও জানিয়েছিলেন।














