







নিজস্ব প্রতিবেদন:আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব শীঘ্রই একটি অত্যন্ত খারাপ খবর আসতে চলেছে। খবর পাওয়া গিয়েছে কিছুদিনের মধ্যেই এই ব্যাংকের প্রায় লক্ষাধিক এর বেশি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে চলেছে। হয়তো আপনার মনে প্রশ্ন আসছে আচমকাই এভাবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কারন কি? জানা গিয়েছে, দেশের সর্ববৃহৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশেই এই ঘটনা ঘটছে।তাই এখন থেকেই যদি আপনি এই ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই সতর্ক হয়ে যাওয়া বিশেষভাবে প্রয়োজন।




প্রসঙ্গত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বন্ধ করা মোট ৬০ হাজার অ্যাকাউন্টের প্রায় ৯০ শতাংশ কারেন্ট অ্যাকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করে দিতে চলেছে। এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বড় সমস্যায় পড়বেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।এই অ্যাকাউন্ট খুলে একাধিক প্রতারণার ঘটনা সামনে আসায় এই বড়োসড়ো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেসব অ্যাকাউন্ট গুলি বন্ধ করা হচ্ছে সেই সব একাউন্ট এর গ্রাহকদের কাছে ইতিমধ্যেই মেল চলে গিয়েছে।




উল্লেখ্য দীর্ঘদিন ধরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কারেন্ট একাউন্ট গুলির উপর নজর রাখছিল। শেষমেষ বিচার-বিশ্লেষণের পর এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে ইমেইল পাওয়ার ৩০ দিনের মধ্যে কারেন্ট একাউন্ট গ্রাহককে বন্ধ করে দিতে হবে। কোন গ্রাহক যদি অ্যাকাউন্ট বন্ধ করে দিতে না চান সেই ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানতে পরবর্তী প্রতিবেদন গুলিতে নজর রাখতে থাকুন।











