







নিজস্ব প্রতিবেদন:রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর আসতে চলেছে।প্রসঙ্গত এখনকার সমাজের সকল সরকারি চাকরির পেছনে দৌড়াতে শুরু করে দিয়েছেন।কিন্তু সরকারি চাকরি পাওয়া একেবারেই ভাগ্যের ব্যাপার।তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন কিছু কাজের খোঁজ নিয়ে এসেছি যা আপনার জীবনকে পরিবর্তিত করে দিতে পারে।




আসুন আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক।প্রসঙ্গত ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে প্রায় 6000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় নিয়োগ করা হবে। ছেলে থেকে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এই শিক্ষানবিস পদগুলিতে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রতিমাসে স্টাইপেন্ড পাওয়া যাবে। বিভিন্ন রাজ্য অনুযায়ী শূন্যপদের বিন্যাস নিম্নে দেওয়া হল।




পশ্চিমবঙ্গ—715 টি, গুজরাট 800 টি, অন্ধ্রপ্রদেশ 100টি, কর্ণাটক 200টি, মধ্যপ্রদেশ 75 টি, আনদাবান নিকোবর দ্বীপপুঞ্জ 10 টি, সিকিম 25 টি, উড়িষ্যা 400 টি, হিমাচল প্রদেশ 200টি, হরিয়ানা 150 টি, জম্মু-কাশ্মীর 100 টি, চন্ডিগড় 25 টি, লাদাখ 10টি, পাঞ্জাব 365 টি, তামিলনাড়ু 90 টি, পন্ডিচেরি 10টি, গোয়া 50 টি, উত্তরাখণ্ড 125টি, তেলেঙ্গানা 125 টি, রাজস্থান 650 টি, কেরালা 75 টি, উত্তরপ্রদেশ 875 টি, মহারাষ্ট্র 375 টি, অরুণাচল প্রদেশ 20 টি, আসাম 250 টি, মনিপুর 20টি, মেঘালয় 50 টি, মিজোরাম 20 টি, নাগাল্যান্ড 20 টি, ত্রিপুরা 20 টি, বিহার 50 টি এবং ঝাড়খন্ড 25 টি।











