Breaking News

মাসির কোলে উঠে আনন্দে আত্মহারা ছোট্ট ইউভান! নেট দুনিয়ায় দারুন ভাইরাল হয়েছে ভিডিও।

নিজস্ব প্রতিবেদন :-ইতিমধ্যে তার বয়স এক বছর হয়নি কিন্তু নেট দুনিয়ার সেলিব্রিটি হয়ে গেছে এই ক্ষুদে বাচ্চা । আমার আর বলার অপেক্ষা রাখে না যে আমি এই মুহূর্তে কার কথা বলতে চলেছি । ঠিকই ধরেছেন আমি এই মুহূর্তে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর ছেলে চক্রবর্তীর কথা বলতে চলেছি। বয়স তার মাত্র নয় মাস হবে । ইতিমধ্যে সে শিখে গেছে বিভিন্ন কলাকৌশল ।

এমনকি বাড়ির বাইরে যাওয়ার জন্য বায়না করতে শিখে গেছে বাবা-মায়ের কাছে মাঝেমধ্যে নানান ধরনের খুনসুটির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তার অনুরাগীরা এবারও ঠিক তেমনটাই দেখা গেল ।

শুভশ্রী গাঙ্গুলী প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কেটে যায় তাকে নিয়ে । তার খুনসুটি করে নানান রকম অংশগুলিকে শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তী ক্যামেরাবন্দি করে তার অনুরাগীদের সাথে শেয়ার করে । সেই অর্থে বেড়েই চলে অনুরাগীদের চাহিদা প্রতিনিয়ত । জানতে শুরু করে যে প্রতিদিন সে কিরকম কি করছে এবং সে চাহিদার জন্যই প্রতিনিয়ত শুভশ্রী গাঙ্গুলী কোন কোন ভিডিও আপলোড করে থাকে তার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে । যা দেখে রীতিমত মুগ্ধ হয়েছে তার অনুরাগীরা । হবেই না বা কেন কারণ তার ও যে অনুরাগী সংখ্যা রয়েছে ।অর্থাৎ ছোট্ট ছেলের তৈরি হয়ে গেছে ইতিমধ্যে অনুরাগী মহল।

সম্প্রতি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে । সেখানে দেখা যাচ্ছে যে শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর ছেলে কে দেখা যাচ্ছে সেখানে রাখি বন্ধন উৎসব পালন করতে । ছোট্ট দিদিরা প্রত্যেকে তাকে ভালবেসে রাখি পরিয়ে দিয়েছে । এবং দিয়েছে প্রচুর পরিমাণে উপহার ।

সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী গাঙ্গুলী নিজে ইনস্টাগ্রম অ্যাকাউন্ট থেকে একটি রিল শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে ইউভান চুপ করে নিজের মাসির কোলে আদর খাচ্ছে। মাসির কোলে থাকাকালীন খিলখিলিয়ে হাসতে দেখা গেল ইউভানকে। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে মাসির কোলে থাকতে পেরে এবং তার সাথে সময় কাটিয়ে সে বেজায় খুশি। সেই একটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করা হয়েছে এবং শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.