







নিজস্ব প্রতিবেদন :-ইতিমধ্যে ফোন ঘটতে শুরু করে শুরু করে দিয়েছে ছোট্ট ইউভন্ ।। বাংলা অভিনয় জগতে এক জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী । বর্ধমানের মতন শহর থেকে নিজের স্বপ্ন পূরণে তাগিদে পাড়ি দেয় কলকাতাতে । সেখানে যথেষ্ট পরিমাণে চলে সংগ্রাম । অবশেষে মেলে সফলতা ।




দেবের চ্যালেঞ্জ সিনেমা মাধ্যমে তার বাংলা অভিনয় জগতে পদার্পণ ঘটে। তারপর একের পর এক বাংলা ছবির মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সবার চোখের মনি । হয়ে উঠেছেন বাংলার সেরা অভিনেত্রী। তার পাশাপাশি কিছু বছর যেতে না যেতেই তিনি বিবাহ করেন পরিচালক রাজ চক্রবর্তী এর সাথে । একথা আমাদের সকলের জানা।




তবে আসল ব্যাপার হলো তার ছোট্ট ছেলে যুবানের জন্মের পর । কারণ যুবান এর জন্মের পর থেকেই শোরগোল পড়ে গেছে তার অনুগামী মহলের মধ্যে । একবার তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছে প্রত্যেকে । যদিও শুভশ্রী তার অনুগামীদের উদ্দেশ্যে ছোট্ট ছেলেকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ছবি বা ভিডিও শেয়ার করে থাকেন । আর তাতে বেড়ে ওঠে জনপ্রিয়তার ঢেউ । জন্ম হতে না হতেই ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে তার নাম একটি ফ্যান পেইজ এর থেকে বোঝা যাচ্ছে যে জন্মের পর থেকে তিনি হয়ে উঠেছেন একেবারে সেলিব্রেটি।




সন্তান জন্মগ্রহণ করার পর শুভশ্রী প্রচন্ড পরিমাণে মোটা হয়ে গিয়েছিলেন । যার ফলে তাকে একাধিকবার নেটিজেনদের পক্ষ থেকে কুরুচিকর মন্তব্য শিকার হতে হয়েছিল । যার ফলে তিনি কাউকে কোন রকম জবাব না দিয়ে পরিশ্রম করে আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করেছিলেন । কিছুটা হলেও তিনি ফিরে এসেছিলেন । তার পাশাপাশি এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে চাইলে তিনি রোগা হয়ে যেতে পারেন কিন্তু তার ছেলের কথা ভেবে তিনি রোগা হচ্ছেন না কারণ সে এখনো ফিটিং করে ।




তবে আপাতত খুশির মেজাজে রয়েছে গোটা গাঙ্গুলীর পরিবার । কারণ সম্প্রতি রাজ চক্রবর্তী ছেলেকে দেখা গেছে মোবাইল হাতে এবং এই মোবাইলটি আর কারো নয় বরং স্বয়ং রাজ চক্রবর্তীর । রাজ চক্রবর্তীর কাছ থেকে নিজের মোবাইল নিয়ে নতুন ভঙ্গিমায় মোবাইলের সাথে আলাপ পরিচয় পর্ব করে ফেলতে চাইছে ছোট্ট ছেলেটি । এবং এই মুহূর্তে ক্যামেরাবন্দী করেছে অভিনয় এবং ক্যাপশন লিখেছেন গুড ইভিনিং ফ্রম মাই ওয়ার্ল্ড । ইতিমধ্যে সেই ছবিটি ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে ।। ছড়িয়ে পড়েছে সর্বত্র । এসেছে অনেক মন্তব্য











