







নিজস্ব প্রতিবেদন :- ফের আর একবার বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ । সকাল থেকে এতটাই পরিমাণে অস্বস্তিকর পরিবেশ থাকছে যে রীতিমতো ঘরে থাকা মানুষদের অবস্থা না-জেহা-ল হয়ে যাচ্ছে । অপরদিকে বৃষ্টিপাতের দেখা নেই আর তেমনভাবে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চল বা জেলা শুকনো থাকলেও মঙ্গলবার থেকে প্র-বল বৃষ্টিপাত এবং বর্জ্য বিদ্যুৎ ভিজতে চলেছে । সেই সমস্ত জায়গা।




গুলো। একদমই ঠিক শুনেছেন তেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতার পরিমাণ বাড়ছে এবং যার ফলে অস্বস্তিকর পরিবেশে বাড়ছে । তবে রেহাই মিলবে মঙ্গলবার থেকে । মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ব-জ্রবি-দ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এই বৃষ্টিপাত হতেও পারে নাও হতে পারে কোনো রকম কোনো নিশ্চয়তা নেই ।




আমরা জানি যে পশ্চিমবঙ্গে এবার বর্ষা প্রবেশ করেছিল মূলত বঙ্গোপসাগর উপর তৈরি হয় একটি নি-ম্নচা-পের হাত ধরে । সে নি-ম্নচা-প এই মুহূর্তে বিহার এবং উত্তরপ্রদেশ দিকে রওনা হলো কিছুদিন আগে অব্দি কমেনি তার প্রভাব । পশ্চিমবঙ্গের উপর একনাগাড়ে একটানা বৃষ্টিপাত জনজীবনকে রীতিমতো নাজেহাল করে দিয়েছিল । সেই অবস্থা থেকে দাঁড়িয়ে এখন অনেকটাই সুস্থ পরিবেশ রয়েছে রাজ্যের উপর কিন্তু পুনরায় মঙ্গলবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহা দপ্তর ।











