







নিজস্ব প্রতিবেদন:বিগত কয়েক মাস ধরে এই রাজ্যে নতুন নতুন প্রকল্প চালু হচ্ছে। ভোটের আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান ধরনের প্রকল্প দিয়ে রাজ্যবাসীর মন জয় করে রেখেছিলেন।ভোটের ফলাফল প্রকাশ পাওয়ার পরেও সেখানে কোনো রকম ব্যতিক্রম ঘটনা লক্ষ্য করা যায়নি।সম্প্রতি আবারো কিছু নতুন প্রকল্পের খোঁজ পাওয়া গিয়েছে। এই প্রকল্প গুলি মানুষের স্বার্থে তৈরি করা হয়েছে তাতে কোনো রকম সন্দেহ নেই।




আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই প্রকল্পগুলি নিয়ে আলোচনা করতে চলেছি। সম্প্রতি প্রাপ্ত খবর অনুযায়ী এবার থেকে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্প অনুযায়ী প্রতিমাসে 500 থেকে হাজার টাকা পেতে চলেছেন।এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সুখবর ছড়িয়ে পড়েছে বাংলা জুড়ে।রাজ্যের একজন মহিলাও যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তার জন্য যথাযথ সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।




প্রচারের জন্য প্রচারপত্র বিলি ব্যবস্থা এবং লোকশিল্পীদের দিয়ে পথনাটিকার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করবেন বলে জানানো হয়েছে।এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আর্থিক বছরের বাজেটে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।




শুধুমাত্র তাই নয় ছাত্র-ছাত্রীদের জন্য 10 লক্ষ টাকার একটি স্টুডেন্ট ক্রেডিট কার্ড খোলা হতে চলেছে।যার ফলস্বরুপ উপকৃত হবেন প্রায় লক্ষাধিক এর বেশি ছাত্র-ছাত্রী এবং মহিলারা। এর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে রাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না।এবং এই বিষয়ে আপনাদের নিজস্ব কোন মতামত থাকলে তা অবশ্যই জানাবেন। প্রতিবেদনটি শেষপর্যন্ত মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।











