







নিজস্ব প্রতিবেদন:টেলিভিশনের পর্দায় জনপ্রিয়তার দিক থেকে শীর্ষস্থানে রয়েছে কৃষ্ণকলি ধারাবাহিক টি। এই ধারাবাহিকে অভিনীত তিয়াশা রয় অর্থাৎ শ্যামার চরিত্রটি কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। বিগত দীর্ঘদিন ধরে এই চরিত্রের সাথে যুক্ত রয়েছেন তিয়াসা।প্রথম থেকেই তার সরল অভিনয় এর ফলে দর্শকদের মনে তার একটি জায়গা হয়ে গিয়েছে।তবে সম্প্রতি নিজের এই ছবি সম্পূর্ণরূপে বদল করে দিয়েছেন তিয়াসা রায়। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় বোল্ড লুকে দেখা যাচ্ছে তাকে। যা দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।




সোশ্যাল মিডিয়াতে তিনি শ্যামা কম, ওয়েস্টার্ন ড্রেসে গ্ল্যামারাস তিয়াশা বেশি।সম্প্রতি কিছুদিন আগেই কৃষ্ণকলি ধারাবাহিকে ১০০০ পর্ব সমাপ্ত হয়েছে। সেই সেলিব্রেশন এ মেতেছিল গোটা টিম। ধারাবাহিকে নিত্য নতুন টুইস্ট লেগেই আছে। এবারে আগামী দিন গুলিতে কি হতে চলেছে তারই অপেক্ষায় রয়েছে দর্শক।




সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি পিঠখোলা পোশাকের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শ্যামা। তাকে এই গ্ল্যামারাস পোশাকে দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। দর্শকদের মধ্যে এই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীর সংখ্যা কম নয় তিয়াসা রায়ের। তার অভিনয়ের দৌলতে দিন প্রতিদিন এই সংখ্যা যেন আরও বেড়ে চলেছে।স্বাভাবিকভাবেই তার ফটোশুটের ছবিগুলি ভাইরাল হবে তাতে কোন সন্দেহ নেই।
— Bengal News Media (@media_bengal) August 2, 2021











