







নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিশের চাকরির ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে। সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে চাইলে আপনার আজ থেকে আবেদন করতে পারেন। এর জন্য আবেদনকারীর বয়স হতে হবে কুড়ি থেকে 27 বছর। মোট 330 টি শূন্য পদ রয়েছে। অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যেতে পারে। বেতন হবে 32 হাজার থেকে শুরু করে 82 হাজার টাকা পর্যন্ত।




আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ তে পাশ করতে হবে। এবং অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি এই সরকারি চাকরির বেতন হবে নির্ধারিত পদ অনুযায়ী। চাইলে আজ থেকেই আবেদন শুরু করে দিতে পারেন। আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। নির্দিষ্ট কোন মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।




এই পদগুলিতে চাকরি করার জন্য আগ্রহী হয়ে থাকলে আজ থেকে নিম্নলিখিত লিংক এ আবেদন শুরু করতে পারেন। আবেদন করার জন্য http://wbpolice.gov.in/WBP/Common/WBP_Recruitment_Notice.aspx এই লিংকে যেতে হবে। বিস্তারিত তথ্য জানতে http://wbpolice.gov.in/writereaddata/wbp/On-line_Kolkata%20Police_Final.pdf এই লিংকে ক্লিক করুন।















