Breaking News

জো-রে স্পি-ডে এগিয়ে আসছিলো ট্রেন, হটাৎ লাইনের মাঝে চলে এলো শুকর, ঘটলো বড় বি’প-ত্তি, ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন:-অবশেষে শেষ রক্ষা হলো না আর । প্রতিটা প্রাণ ই মূল্যবান । আর প্রতিটা মৃ-ত্যু যন্ত্রণাদায়ক। আমরা প্রতিদিন আমাদের নিত্যদিনের জীবনযাপনের ক্ষেত্রে এমন বেশ কিছু ধরনের ঘটনার সাক্ষী থাকি যা রীতিমতো আমাদেরকে বারবার ভাবিয়ে তোলে । তার পাশাপাশি সচেতন করে তোলে ব্যাপকভাবে ।

কারণ আমরা আমাদের কাজের মাধ্যমে কখনো কখনো এমন কিছু ধরনের কাজকর্ম করে থাকি যা ডেকে আনতে পারে মৃ-ত্যু অবধি । যদিও এই সমস্ত ঘটনার প্রমাণ বহুবার পাওয়া গেছে তবে সম্প্রতি পাওয়া গেল আরো একবার যা শুনলে বা দেখলে গা হিম হয়ে যাবে ।

আমরা বর্তমান প্রজন্মের মানুষরা প্রচন্ড পরিমানে ব্যস্ত হয়ে পড়েছি । তাই সব জায়গাতেই যাতায়াতের জন্য তাড়াহুড়ো যেন আমাদের নিত্যসঙ্গী । এবং এই তাড়াহুড়োর কবলে পড়েই অনেকবার প্রাণ হারিয়েছে অনেকে । তার পাশাপাশি কখনও কখনও আইন ভেঙে বা ট্রাফিক আইন ভেঙে যাবার কারণে কিন্তু মানুষকে পড়তে হয়েছে বি-পদে-র সম্মুখে এবং সেই সমস্ত ঘটনাগুলো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উঠে আসে বলেই আমরা প্রতিদিন সচেতন হতে পারি । তার পাশাপাশি নিতে পারে শিক্ষা । ঠিক সে রকম একটি ঘটনা দেখা গেল সম্প্রতি।

ইউটিউবে একটি ভিডিও যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন প্লাটফর্ম এর দিকে আর তারই মাঝে অর্থাৎ রেললাইনের ট্রাকের মধ্যে চলে আসে একটি শুয়োর । যখন ট্রেন সামনে চলে আসে এবং তার গতি যখন অত্যন্ত বেশি তখন হঠাৎ করেই রেললাইন এ ট্রেনের আগে আগে দৌড়াতে থাকে ।

যার ফলে সজোরে ধাক্কা মারে সেই ট্রেনটি আর সে ছিটকে গেলো সঙ্গেসঙ্গে । শুধুমাত্র যে মানুষ এই বোকামির কাজ করে এমনটা কিন্তু নয় তার পাশাপাশি সেই তালিকায় পশুপাখি রাও নাম লিখিয়েছে । এই ঘটনা তার প্রমাণ । এর আগে আমরা অনেকবার পেয়েছি সম্প্রতি পেলাম এই ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.