







নিজস্ব প্রতিবেদন:নারী শরীর সম্বন্ধে জানার আগ্রহ সকলের মনেই রয়েছে। বিশেষত পুরুষদের এই বিষয়ে অত্যন্ত আগ্রহ থাকে।আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যা পুরুষদের জানা অত্যন্ত জরুরী। এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর গন্ধ পেলে স-ঙ্গ-মের আগে নারী শরীরের উত্তেজনা বহু পরিমাণে বেড়ে যায়। অনেকেই হয়তো এই ব্যাপারগুলি সম্পর্কে জানেন না।




সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে স-ঙ্গ-ম না হলে সঠিকভাবে একজন মহিলা কোন কাজ করতে পারেন না। শুধু তাই নয় তার স্বভাব খিটখিটে প্রকৃতির হয়ে যায়। কথায় কথায় রাগ থেকে শুরু করে নানান ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু সহ-বা-স সঠিকভাবে হলে এই ধরনের সমস্যা গুলি থেকে মুক্তি পাওয়া যায়।স্কটিশ গবেষকরা নিজেদের গবেষণায় দাবি করেছেন সহবাস বন্ধ হয়ে গেলে অনেক মহিলাদের নাকি কথা বলতে পর্যন্ত অসুবিধা হয়।




জল হ্যালিডে এবং নোয়া সোল নামে দুই বিজ্ঞানী একটি বিশেষ ছত্রাক আবিষ্কার করেছেন।এই ছত্রাকের গন্ধ যে কোন মহিলার নাকে যাওয়া মাত্রই তিনি উ-ত্তেজি-ত হয়ে পড়েন। অর্থাৎ স-হবা-সের আগে যদি এই গ-ন্ধ কোন ভাবে কোন মহিলার নাকে পৌঁছানো যায় তাহলে খুব সহজেই তাদের কে সঠিকভাবে উত্তে-জি-ত করে স-ঙ্গ-মে মত্ত করা যাবে। তাহলে অবশ্যই সহবাসের আগে এই বিশেষ নিয়মগুলি পালন করে চলুন। তাহলে অবশ্যই নারী এবং পুরুষ দুজনেই তৃপ্তি পাবেন।আমাদের আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা একটি ছোট মন্তব্যের মাধ্যমে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না।











