Breaking News

নিজের বাড়িতে ঘরের ভিতরেই আলোর ঝ-মকানিতে তু-মুল নাচ সেই ছোট্ট মেয়ে দীপান্বিতার, তু-মুল নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল ঝড়ের গতিতে!

নিজস্ব প্রতিবেদন:জি বাংলায় রিয়েলিটি শো ড্যান্স বাংলা ড্যান্স এ আগত সেই ছোট্ট মেয়েটিকে মনে আছে।সেই শো তে প্রথমে অংশগ্রহণকারি হিসেবে এসেছিল এই ছোট্ট মেয়েটি,নাম দীপান্বিতা কুন্ডু।আর তারপর এই শো এর বিচারক মিঠুন চক্রবর্তীর তাকে এত ভালো লেগে যায় যে তাকে এই শো এর সঞ্চলনায় সামিল করে নেন।এই ছোট্ট মিষ্টি কন্যাকে এখন যুবতী হয়েছেন।

কিছুদিন আগে ইউ টিউবে তার নাচের ভিডিওগুলি বেশ ভাইরাল হয়েছে।শুধুমাত্র নাচ নয় বিভিন্ন ধরনের রান্নারও ভিডিও শেয়ার করে থাকেন তিনি।সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জনপ্রিয় হিন্দি গান “ভিগি ভিগি রাতো মে” তে বদ্ধ ঘরের মধ্যেই লাল রংয়ের শাড়ি পড়ে জমিয়ে নাচ করছেন দীপান্বিতা।

তার এই অসাধারণ নাচ দেখে অভিভূত হয়ে পড়েছেন সকলেই। মাত্র মিনিট দুয়েকের এই ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি দেখেছেন লক্ষাধীক এর উপরে মানুষ। নেট নাগরিকদের কাছ থেকে ভিডিও টি প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার পেয়েছে।

কমেন্ট বক্সে অনেকেই ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার জন্য দীপান্বিতাকে শুভেচ্ছা জানিয়েছেন।আমাদের এই ভাইরাল ভিডিওর প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা অবশ্যই প্রতিবেদনের কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইলো। চাইলে ভিডিওটি দেখে এসে নিজেদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.