







নিজস্ব প্রতিবেদন :-পুনরায় ভারতীয় রেলে তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এই বেকারত্বের বাজারে এবং এই ধরনের জারি করা বিজ্ঞপ্তিগুলো বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফোটাবে এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই । যে হারে বেড়েছে বেকারের সংখ্যা তাতে এই ধরনের বিজ্ঞপ্তি প্রতিনিয়ত ভীষণভাবে জরুরি এমনটা মনে করছে অনেকে । সম্প্রতি গ্রুপ সি পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল আসুন জেনে বিস্তারিত তথ্য ।




পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি
শূন্যস্থান পদের সংখ্যা:- ১ টি
বয়স :-প্রার্থীর বয়স অতি অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে ।




মাসিক বেতন :- আবেদনকারীর বয়স ২৫ হাজার টাকা প্রতি মাসে হবে ।
শিক্ষাগত যোগ্যতা :– আবেদনকারীকে যে কোন শাখায় স্নাতক হতে হবে । তার পাশাপাশি ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকতে হবে । থাকতে হবে কম্পিউটারের ওপর দক্ষতা ।




আবেদনের শেষ তারিখ:-আগামী ৩১ সেআগস্ট আবেদনের শেষ তারিখ ।
আবেদন পদ্ধতি:- অবশ্যই আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.ser.indianrailways.gov.in











