









নিজস্ব প্রতিবেদন : ত্বকের নানান রকম সমস্যায় আমরা প্রতিনিয়ত ভুগে থাকি। প্রতিদিনকার জীবনে কাজের ব্যস্ততার ফাঁকে যত্ন নিতে ভুলে যাওয়ার কারণে অনেক স-মস্যা দেখা দেয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব খুব সহজ উপায় ঘরোয়া উপকরণ ব্যবহার করে ত্বক উজ্জ্বল করার পদ্ধতি। তাহলে আসুন আর দেরি না করে আমাদের এই বিস্তারিত প্রতিবেদনটি শুরু করা যাক।





এই পদ্ধতিতে প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে এক বাটি পরিমাণ সাদা চাল। এরপর ভাল করে জল এর মধ্যে চালটিকে মিহি করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর মিশ্রনটিকে মিক্সিং জারের মধ্যে নিয়ে আরো ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ কাঁচা দুধ যোগ করে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে সামান্য পরিমাণে অলিভ অয়েল যোগ করে দিন।





মিশ্রণটি সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর হাতে এবং শরীরের অন্যান্য অঙ্গে ভালো করে লাগিয়ে রাখুন। প্রতিনিয়ত এভাবে এই মিশ্রণটি ত্বকে লাগালে খুব সহজেই আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং চকচকে। মিশ্রণটি শুকিয়ে যাওয়ার পর দশ—পনেরো মিনিট সময় অন্তর ভাল করে পরিস্কার ঠাণ্ডা জলে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নেবেন। আমাদের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না।














