







নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়া অনেক মানুষকেই ব্যক্তিগতভাবে পরিচিতি দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম রানু মন্ডল এর নাম। রানাঘাট রেল স্টেশনে ভিক্ষা করতেন এই রানু মন্ডল। কোন কোন দিন না খেয়ে দিন গুজরান হতো তার। তবে তার কণ্ঠ ছিল অসাধারণ।একদিন এক ইঞ্জিনিয়ার যুবক অতীন্দ্র চক্রবর্তীর নজরে পড়ে যান রানু।সেই যুবক রানুর গানের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে ওঠেন নেট দুনিয়ায়।




সাথে সাথেই অসম্ভব পরিচিতি পেয়ে যান রানু মন্ডল।ইন্টারনেট জগতে ওই ভিডিওটি এতটাই ভাইরাল হয় যে বলিউডে কিছু পরিচালকদের চোখে পড়ে যান রানু। যার ফলস্বরুপ খুব শীঘ্রই বলিউডে গান গাওয়ার সুযোগ পান তিনি।এরপর বিখ্যাত সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সাথে গান রেকর্ড করতে দেখা যায় তাকে। হিমেশ রেশমিয়া নিজেও অনেক কষ্ট করে সংগীত জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন।




তাই রানু মন্ডল এর সমস্ত রকম সাহায্য করেছিলেন এই পরিচালক।কিন্তু আচমকাই জনপ্রিয়তার শীর্ষে স্থানে পৌঁছে গিয়ে রানুর ব্যবহার পরিবর্তিত হতে থাকে। অহংকার বাসা বেঁধে ওঠে তার মনে। রেল স্টেশনে থাকা ভিখারিদের তিনি তুচ্ছ মানুষদের সাথে তুলনা করে বসেন। শুধুমাত্র তাই নয় তাদের গায়ে উকুন আছে বলে তাদের সঙ্গে মিশতেননা একথাও বলেন। রানুর এই স্বার্থন্বেষী ব্যবহার তাকে দর্শকদের মন থেকে উধাও করে ফেলে।




যার ফলস্বরুপ আবারো বলিউড জগত থেকে হারিয়ে যান তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়ে উঠেছে। যেখানে রানু মন্ডল কে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে শোনা যাচ্ছে। প্রথমেই তিনি ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন তাকে ভাল রাখার জন্য।এরপর আচমকাই অন্যান্য কিছু কথা বলার পর তিনি বলে বসেন “সকাল থেকে উঠে পান্তা ভাত খেয়ে দিন কাটাতে হচ্ছে! আপনারাই বলুন আমি কি পান্তা ভাত খাওয়ার যোগ্য?”




রানু মন্ডল এর এই কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছেন সকলেই।যেখানে অনেকে দুবেলা-দুমুঠো খাবার খেতে পারছেন না সেখানে তিনি খাওয়ার কে অসম্মান করছেন দেখে আবারও বিতর্কের মুখোমুখি হয়েছেন তিনি। যদিও সত্যিই তিনি অনেকটাই কষ্টের মধ্যে রয়েছেন। সবকিছুকেই ভগবানের দান হিসেবে মেনে নিয়েছেন। চাইলে এই ভাইরাল ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন।রানু মন্ডল সম্পর্কে আগ্রহী হয়ে থাকলে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন।
https://youtu.be/kHfhOH8KX4E











