









নিজস্ব প্রতিবেদন:মানুষের জীবন যে ভাগ্যের পরিহাসে নিয়ন্ত্রিত হয় সে কথা কারোর অজানা নেই।মুহূর্তের ভুলে যে জীবন-মর-ণ সমস্যা দেখা দিতে পারে মানব জীবনে।আজকে আমরা এই প্রতিবেদনে এমন কিছু ঘটনার কথা আলোচনা করবো যা শোনার পর আপনি বুঝতে পারবেন কতটা ভাগ্যের জোর থাকলে এই ঘটনাগুলো ঘটায় মুহূর্তে সেই সব মানুষগুলোর জীবন টিকে রয়েছে। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।





বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ।এখানে প্রতিনিয়ত নানান ধরনের ভাইরাল ভিডিও আমরা দেখতে পারি। সম্প্রতি এখানে ঘূ-র্ণিঝ-ড় ইয়াসের সমকালীন একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে উঠেছে।ভিডিওটি ঘূ-র্ণিঝ-ড়ের সময় কার কিনা তা এখনও পর্যন্ত যাচাই করা হয়নি।তবে ভিডিওতে দেখা যাচ্ছে দমকা হাওয়ায় একটি নৌকা থেকে অনেকগুলি যাত্রী একসাথে নামার চেষ্টা করছেন।





এর মধ্যে একজন আচমকাই হাওয়ার দাপটে নৌকা থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান।যদিও সামনে থাকা এক ব্যক্তি ব্যাপারটিকে সামাল দিয়ে দেন তাই কোন রকম বিশাল বিপত্তি হয়নি।সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা এই ধরনের ভাইরাল ভিডিও গুলি দেখতে পাই।তাই দিনের অন্তভাগে আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়াকে কুর্নিশ জানানো উচিত। চাইলে এই ভাইরাল ভিডিওটি আপনারাও দেখে আসতে পারেন। আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। আপনার মন্তব্য আমাদের কাছে অধিক তাৎপর্যপূর্ণ।














