







নিজস্ব প্রতিবেদন :-বর্তমানে মনোরঞ্জনের জন্য আমরা টেলিভিশনের পর্দার উপর চোখ রেখে থাকি । তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে রয়েছে । কিন্তু টেলিভিশনে দেখানো ছোটপর্দার ধারাবাহিক গুলি প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে। এবং এই জনপ্রিয়তার প্রধান এবং অন্যতম মূল কারণ হচ্ছে সে ধারাবাহিকের গল্পের পটভূমিকা




অর্থাৎ গল্পটা যেভাবে রচিত হয়েছে সেটা যদি দর্শকদের মনে আকৃষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ধারাবাহিকটি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারে । এই জনপ্রিয়তা লাভ করেছে খুব অল্প সময়ের মধ্যে এমন প্রচুর ধারাবাহিক রয়েছে তবে তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় বিতর্কমূলক ধারাবাহিক শ্রীময়ী ।




কখনো কখনো ধারাবাহিক গুলি এতটা মানুষকে আবেগপ্রবণ করে তোলে যে তার অন্তিম পর্ব এসে কান্নাকাটি শুরু করে দেয় বাড়ির মা কাকিমারা ।এ ঘটনা প্রমাণ আমরা দেখেছিলাম এর আগে । জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর এর অন্তিম পর্বতে দেখেছিলাম বাড়ির মধ্যে বসে হাউমাউ করে কাঁদছে এক মহিলা । এই ঘটনা প্রমাণ করে যে ধারাবাহিক শুধু টিভির পর্দায় দেখানো হয় না মানুষের মুখে আবেগপ্রবণ করে তোলে ।




শ্রীময়ী ধারাবাহিক এক বিশেষ চরিত্র হলো জুন আন্টি সংসারে ভাঙ্গন ধরাবার জন্য উঠে পড়ে লেগে থাকে । তাই জুন আন্টিকে অর্থাৎ উষসী চক্রবর্তী কে ধারাবাহিক জগতে পছন্দ করে না অনেকেই । সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেটি অত্যন্ত হাসির । সেখানে দেখানো হয়েছে যে বাড়ির এক মহিলা টিভির সামনে বসে শ্রীময়ী ধারাবাহিক দেখছে ।




কিন্তু হঠাৎ করে তার জুন আন্টির প্রতি রাগ চেপে যায় । তাই প্রথমে রিমোট দিয়ে এবং তারপরে পায়ের চটি খুলে টিভির পর্দাতে মারতে থাকে জুন আন্টির গালে । এই ঘটনা যেমন হাসির পরিবেশ সৃষ্টি করেছে তেমনি বিতর্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যেই ভিডিওটি এখন কাঁপাচ্ছেন নেট দুনিয়া।











