







নিজস্ব প্রতিবেদন:বর্তমানে পথ দু-র্ঘ-টনা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনার খবর সামনে আসে।এমতাবস্থায় এই দুর্ঘটনা গুলি থেকে রক্ষা করার জন্য বাইকের পেছনে বসার জন্য নতুন নিয়ম জারি করল কেন্দ্র সরকার। এবার থেকে বাইকের পেছনের সিটে বসতে গেলে যাত্রীদের অবশ্যই নিয়মাবলী মেনে চলতে হবে। না হলে হয়তো আপনি ট্রাফিক পুলিশের চোখে পড়তে পারেন। অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি হাতে সময় নিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।




নির্দেশিকা অনুসারে বাইক চালকের পেছনের সিটে দুই পাশেই হ্যান্ড হোল্ড লাগানো বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত বাইকের পেছনের সিটে আরোহী নিরাপত্তার কথা মাথায় রেখে করা হয়েছে। চালক হঠাৎ ব্রেক কষলে এই হ্যান্ড হোল্ড বিশেষ সাহায্য করবে পেছনে বসে থাকা ব্যক্তিকে। চালকের পেছনের সিটে আরোহীর জন্য দুই পাশেই পাদানি বাধ্যতামূলক করা হয়েছে।




আগের থেকে ছোট করতে বলা হয়েছে বাইকের কন্টেনার। দৈর্ঘ্য ৫৫০, প্রস্থ ৫১০ এবং উচ্চতা ৫০০ মিলিমিটারের বেশি হবে না কন্টেনারের। এই সমস্ত নিয়ম মানা হলে তবেই বাইকের পেছনে আরেক জন আরোহী বসতে পারবেন। এমনকি আপনার জরিমানাও হয়ে যেতে পারে। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলিতে চোখ রাখতে থাকুন।











