











নিজস্ব প্রতিবেদন:-আমরা অনেকেই খুব তাড়াতাড়ির মধ্যে জীবনে উন্নতি করতে চাই বা অর্থ উপার্জন করতে চাই । তার জন্য চলে নিরন্তন পরিশ্রম। কেউ কেউ সৎ উপায়ে অর্থ উপার্জন করে আবার কেউ অসৎ উপায়ে করে । কিন্তু চলতি কথাতে আছে যারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে তাদের অর্থ নাকি বেশি দিন টেকে না। তাই সবথেকে ভালো হবে যদি সৎ পথে আপনি অর্থ উপার্জন করেন ।




তার পাশাপাশি পুরান মতে বেশ কিছু টোটকা রয়েছে যে টোটকাগুলি জানলে আপনার সংসারে অর্থের অভাব দূর হবে অনেকখানি । যদি সেগুলো আপনি না জেনে থাকেন তাহলে আজকের প্রতিবেদন আপনাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরতে চলেছি ।চাল:- প্রতিদিনকার জীবনে চাল তন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান । কিন্তু পুরাণমতে বলছে যদি চালের ২১ টি দানা একটি কাগজে মুড়ে আপনি মানি ব্যাগের মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনার অর্থের অভাব দূর হতে শুরু করবে । প্রসঙ্গত উল্লেখ্য মানিব্যাগের রং এর উপর কিন্তু নির্ভর করে আর্থিক অবস্থা ।




দেবদেবীর মূর্তি :-অতি অবশ্যই মানিব্যাগে একটি ধনদেবীর মূর্তি রাখতে হবে । আমাদের দেশে ধনলক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মী । লক্ষ্মীর একটি মূর্তি গোপনে রেখে দেন আপনি আপনার মানিব্যাগে ।তাহলে আপনার জীবনে অর্থের অভাব অনেকখানি দূর হবে।টাকা :- মা বাবার আশীর্বাদ দেওয়া একটি টাকা মধ্যে হলুদ লাগিয়ে সেটি রেখে দিন আপনি আপনার মানিব্যাগ এর মধ্যে কখনো কোন দিন সে টাকা খরচা করবেন না । যতই কঠিন পরিস্থিতি আসুক সেই টাকা কিছুতেই খরচ করা চলবে না । তাহলে দেখবেন ধীরে ধীরে কমে এসেছে আপনার অর্থের অভাব।




অশ্বত্থ পাতা:- পুরাণ মতে অশ্বত্থ গাছ সবসময়ই শুভ লক্ষণের প্রতীক। তাই একটি অশ্বত্থ পাতা নিয়ে তা জলে ধুয়ে মানিব্যাগে রেখে দিন। পাতাটি শুকিয়ে গেলে তা ফেলে দিয়ে সতেজ পাতা রাখুন। এরফলে আপনার কখনোই টাকার অভাব হবে না। ভুলেও শুকনো পাতা রাখবেন না। তাহলে হতে পারে উলটো ফল। টাকা আসার বদলে টাকা বেরিয়ে যাবে। এছারাও যদি আপনার কোন ইচ্ছা থাকে তাহলে একটি সাদা কাগজে লিখে লাল খামে ভরে মানিব্যাগে রেখে দিন। নিশ্চই আপনার মনের ইচ্ছা পুরন হবে।











