







কিষান বিকাশ সিম নিয়ে এলো প্রত্যেকের জন্য নতুন একটি সুযোগ। এই প্রকল্পের যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হবে তার দ্বিগুণ টাকা ফেরত পাবেন স্কিম হোল্ডাররা। এই প্রকল্প জনসাধারণের মধ্যে জনপ্রিয় কারণ এটি টাকা দ্বিগুণ করে দিতে পারে। কিষান বিকাশ প্রকল্প হল একটি সরকারি প্রকল্প। এটি দেশের যেকোনো পোস্ট অফিস থেকে করা যেতে পারে। তিনটি উপায় অবলম্বন করে এটি কিনতে পারেন গ্রাহকরা।




সিঙ্গেল হোল্ডার সার্টিফিকেট: এই জাতীয় সমস্যা পত্রটি গ্রাহকদের নিজেদের জন্য অথবা কোন নাবালিকা জন্য কেনা হয়।
জয়েন্ট একাউন্ট সার্টিফিকেট: এক্ষেত্রে দুজন হোল্ডার টাকা নিতে পারেন অথবা যে হোল্ডার বেঁচে আছেন তাকে দিতে হয়।




জয়েন্ট বি একাউন্ট সার্টিফিকেট: এক্ষেত্রে হোল্ডারদের মধ্যে একজন টাকা দিলেই হবে অথবা যে বেঁচে আছে তাকে দিতে হয়।
এই সার্টিফিকেটের গ্রাহকরা ১০ হাজার, ৩০ হাজার, ৫০ হাজার পর্যন্ত টাকা কিনতে পারেন।











