









নিজস্ব প্রতিবেদন:বিগত প্রায় বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। প্রথমত এক মাসের অন্তঃসত্ত্বা তিনি।এর ওপর আবার দিন কয়েক আগে ইনস্টাগ্রাম পোস্ট এর মাধ্যমে তিনি নিজের বিয়ে কেও অস্বীকার করে দিয়েছেন। যার ফলস্বরুপ এই পরিস্থিতিতে পেজ থ্রির পাতা সরগরম এই অভিনেত্রীকে নিয়ে।প্রসঙ্গত চলতি বছরের শুরু থেকেই নুসরাত এবং অভিনেতা যশ দাশগুপ্তর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল।





যদিও এক ব্যক্তিগত সাক্ষাৎকারে এই সম্পর্ককে সম্পূর্ণরূপে অস্বীকার করে দিয়েছিলেন যশ। এমনকি নুসরাতের সাথে তার নাম জড়ানোয় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।কিন্তু এখন আচমকাই নুসরাতের বিবাহ কে অস্বীকার করা এবং অ-ন্তঃস-ত্ত্বা হওয়ার খবরে আবারো শিরোনামে চলে এসেছেন যশ দাশগুপ্ত।





ঘনিষ্ঠ মহলে জল্পনা চলছে নুসরাতের সন্তানের পিতা কে কেন্দ্র করে। কারণ অভিনেত্রীর স্বামী নিখিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন নুসরাতের গর্ভে থাকা সন্তান তার নয়। তাই অনেক নেটিজেনরা মনে করছেন হয়তো এই সন্তানের পিতা যশ দাশগুপ্ত। এমনকি গোপন সূত্রের খবর থেকে জানা গিয়েছে নুসরাতের সাথে যশকে এক বিছানায় দেখার পর থেকেই নিখিল এবং নুসরাত এর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এমনকি এক সময় স্ত্রীর বিরূপতায় অনেকটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলেন নিখিল।সম্প্রতি আবারও দিন কয়েক আগে এক ইনস্টাগ্রাম পোষ্টের মাধ্যমে নিজের বিবাহ কে অস্বীকার করেছেন নুসরাত জাহান।





আচমকাই দিন কয়েক আগে ইনস্টাগ্রামে একটি পোষ্টের মাধ্যমে নুসরাত জানান তাদের বিয়ে হয়েছিল তুরস্কে। হিন্দু-মুসলিম বিশেষ বিবাহ আইন অনুযায়ী ভারতে এই বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। তাই বিচ্ছেদের কোন রকম প্রশ্নই আসছে না।পাশাপাশি নুসরাত জাহান বলেন, নিখিলের সঙ্গে তিনি লিভ ইন সম্পর্কে ছিলেন।অন্তঃসত্ত্বা হওয়ার পরেও স্বামীকে তিনি কেন এড়িয়ে গেলেন এই কথা নিয়ে অনেকের মনেই নানান ধরনের জল্পনা ছড়িয়ে পড়েছে। আপাতত নুসরাত-নিখিল পরবর্তীতে কি সিদ্ধান্ত নেন তার উপর নজর রয়েছে সকল ভক্তদেরই।














