







নিজস্ব প্রতিবেদন :-সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে আমরা প্রত্যেকেই জনপ্রিয় হয়ে উঠতে চাই এবং এমনটা যে হচ্ছে না তা কিন্তু নয় । অবশ্যই হচ্ছে । তাই তো পরিষ্কার মুখগুলো আরো পরিস্কার হয়ে যাচ্ছে আমাদের সামনে । প্রতিদিনই জনপ্রিয় হয়ে উঠছে কোনো-না-কোনো যুবক-যুবতী এবং এই জনপ্রিয়তার পেছনে নাচ গান আবৃত্তি বা হাসি মজার ভিডিও রয়েছে । অতএব আমরা এটা ধরে নিতে পারি যে সোশ্যাল মিডিয়া মিশ্রিত একটি মাধ্যম যেখানে হাসি-কান্না রাগ অভিমান সমস্ত রকম পরিবেশ পাওয়া যায় এক ছাদের তলায়।




এবং ভাইরাল হওয়ার এই প্রতিযোগিতা থেকে নাম লিখিয়েছে বয়স্ক মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্মের তরুণ তরুণীরা । এমনকি স্বামী-স্ত্রীর । মাঝে মধ্যেই নেচে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার হাত ধরে । যেহেতু নিমিষের মধ্যে বিশ্ব দরবারে পৌঁছে যায় আপনার প্রতিভা তাই এই সুযোগকে কাজে লাগাতে মরিয়া প্রত্যেকে । তার পাশাপাশি যারা আগেকার যুগে নিজেদেরকে শিল্প সত্তাকে হাড়িয়ে ফেলেছে তারা পুনরায় আবার ফিরে পেতে চায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ।।সেই চিত্র দেখা গেল এই ভিডিওতে।




সম্প্রতি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক দম্পতি খোলা মাঠে সকলের সামনে মনের আনন্দে জনপ্রিয় একটি হিন্দি গানে নেচে চলেছে আশেপাশে গ্রাম্য পরিবেশ । ভিডিওটি দেখলে আপনি তেমনটা অনুভব করতে পারবেন । পরনে রয়েছে তেলচিটচিটে একটি জামা এবং খুব সাধারন পোষাক ।




তার মধ্যেই দুইজন নিজেদের মধ্যে সামঞ্জস্য রেখে অসম্ভব সুন্দর ভাবে মনের আনন্দে নেচে চলেছে । কে কি ভাবল কে কেমন ভাবে তাকালো সে সব বিষয়ে বিন্দুমাত্র পরোয়া করেনি তারা ।।ঘটনাটি ক্যামেরাবন্দি হওয়ার পর যখনই সোশ্যাল মিডিয়াতে এসে উপস্থিত হয়েছে মতখনই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ।ছড়িয়ে পড়েছে সর্বত্র । এসেছে অনেকখানি মন্তব্য ।
Video – instagram (mr.prakashchavhan59) pic.twitter.com/MeB92DiLKY
— Samay Barta (@SamayBarta) February 12, 2021











