Breaking News

রাত্রিবেলায় ঘরের মধ্যে ঢুকে পড়েছে বিশাল কোবরা সাপ! উদ্ধার করতে এগিয়ে এলো পোষা কুকুর! বাধলো তুমুল ল-ড়া-ই! ব্যাপক ভাইরাল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন :-প্রতিনিয়ত ভাইরাল হওয়া জিনিস গুলি মধ্যে এমন কিছু জিনিস থাকে যা সত্যিই আমাদেরকে অবাক কর তোলে । তার পাশাপাশি শিক্ষা অর্জনে সাহায্য করে এই ঘটনা তার প্রমান । আমাদের ভারতবর্ষে এমন বিভিন্ন প্রজাতির সাপের দেখা মেলে যা অত্যন্ত বিষধর মানুষের পক্ষে।। তাদের এক মিলিগ্রাম মানুষকে মেরে ফেলতে যথেষ্ট । সে ধরনের একটি সাপ শাঁখামুটি সাপ । অনেকটা হলুদ এবং কালো সংমিশ্রণে তৈরি হয় ।

শুধুমাত্র এই ধরনের সাপ ছাড়া ভারতবর্ষের আরো বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে । যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং বিষাক্ত হয় । তাই রাস্তাঘাটে বনে জঙ্গলে যখনই কখনো যাত্রা করবেন তখন অতি সাবধানে সাথে যাত্রা করবেন । কারণ কে বলতে পারে হয়তো আপনার পায়ের নিচে লুকিয়ে থাকতে পারে এই ধরনের কোন বিষাক্ত সাপ ।

আগেকার যুগে প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যেত । কিন্তু এন্টিভেনাম তৈরি হয়ে যাওয়ার পর থেকে সেই সংখ্যা অনেকটা কমে এসেছে । অবশ্য আগেকার যুগে মানুষ মারা যাওয়ার পেছনে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে কুসংস্কার । যদি কাউকে সাপে কামড় দিতে আগেকার যুগে তাহলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে নিয়ে যাওয়া হতো বিভিন্ন সাধু বাবার কাছে । ঝাড়ফুঁক করে তাকে ভালো করার চেষ্টা করা হতো ।। কিন্তু ততক্ষণে অনেক খানি সময় নষ্ট হয়ে যায় । যার ফলে সে মানুষটি মারা যেত । মানুষ এখন অনেক সচেতন হয়েছে । কুসংস্কার থেকে বেরিয়ে এসেছে অনেকটা ।তাই মৃত্যুর সংখ্যা কমে এসেছে অনেকটা পরিমাণে ।

সম্প্রতি ইউটিউব একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে যেটি বাড়ির দোতলায় পাওয়া গেছে একটি বি-ষা-ক্ত সাপ । সাপের বি-ষ এতটাই তীব্র যে কয়েক সেকেন্ডে একটি মানুষ মারা যেতে পারে এই সাপের আক্রমণে ।যার ফলে এলাকার মধ্যে ব্যাপক পরিমাণে আতঙ্ক ছড়ায় ।তারা এক সাপুড়ে খবর দেয় ।কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত স্থানীয় এক সাপুড়ে । সেই সাপুড়ে অত্যন্ত সাহসিকতার সাথে এবং তার সরঞ্জাম এর মাধ্যমে সেই বিষাক্ত সাপ থেকে উদ্ধার করতে সক্ষম হয় ।পরবর্তী ক্ষেত্রে কোনো গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে । ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছেন এর মাধ্যমে ছড়িয়ে পড়েছে সর্বক্ষেত্রে এসেছে অনেক মন্তব্য ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.