







নিজস্ব প্রতিবেদন :- ধারাবাহিক জগতের অন্যতম প্রধান ধারাবাহিক হল মিঠাই এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে বাকি সমস্ত ধারাবাহিক গু-লি কে পিছনে ফেলে তুঙ্গে অবস্থান করছে সেটি । এই ধারাবাহিকে জনপ্রিয়তার অন্যতম প্রধান মূল কারণ হচ্ছে মিঠাই চরিত্রে অভিনয় করা সৌম্য তৃষা কুন্ডু এর অভিনয় দক্ষতার । হাসিখুশি মিষ্টিমুখ এবং অভিনয় দক্ষতা দেখে রীতিমতো চোখ ফেরাতে পারেনা দর্শকেরা । তার পাশাপাশি ধারাবাহিকের গল্প প্রতিনিয়ত বাড়িয়ে তোলে জনপ্রিয়তাকে।




আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো প্রতিনিয়ত জানার চেষ্টা করে থাকেন বা জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন যে ধারাবাহিক জগতে যে সমস্ত দৃশ্যগুলোর শু-টিং করা হয় সেটি গু-লি কেমন ভাবে হয় । অর্থাৎ যদি কোন একটি নির্দিষ্ট দৃশ্য শু-টিং হচ্ছে তাহলে তো আসেপাশে পরিবেশ ঠিক কেমন থাকে, কিভাবে ক্যামেরা গুলিকে আশেপাশে ঘোরানো হয় এই সমস্ত যাবতীয় তথ্য তারা জানতে চায় ।




কিন্তু এমন ভাবে কোনো তথ্য না পাওয়া গেলেও সম্প্রতি একটি দৃশ্য কিভাবে শু-টিং করা হয়েছে তার ভিডিও ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি মিঠাই ধারাবাহিকের একটি দৃশ্য শু-টিংয়ের ‘বিহাইন্ড দ্যা সিন’ দেখানো হয়েছে । যেখানে মিঠাই এবং সিদ্ধার্ত সাথে কথোপকথন হচ্ছে । কিন্তু বাইরে প্র-চন্ড ঝ-ড় জল এবং বি-দ্যুত হচ্ছে এই কৃত্রিম পরিবেশ তৈরি করার জন্য ক-ঠোর প-রিশ্রম করতে হয় শু-টিং সেটে থাকা বাকি সদস্যদের কে ।




কেউ বড় একটি ফ্যান ধরে রাখে যার মাধ্যমে জানলা তে লাগিয়ে রাখা পর্দাগুলো হাওয়াতে দুলতে থাকে । কেউ আবার উঁচু লম্বা একটা সিঁড়ি উপরে চেপে কৃত্রিম উপায়ে বিদ্যুৎ তৈরি করে । যার ফলে দর্শকদের এমনটা যাতে মনে হয় যে বাইরে হয়তো সত্যিই মেঘ করেছে । এবং প্র-চন্ড জো-রে বৃ-ষ্টিপাত হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো কৃত্রিম উপায়ে বিভিন্ন মানুষের দ্বারা সৃষ্টি করা হয় বলেই জনপ্রিয়তা পায় ধারাবাহিক গু-লি এবং সেই সমস্ত দৃশ্যগুলোকে উপভোগ করতে পারে সাধারণ মানুষেরা । তাই একটি ধারাবাহিক সাফল্য হবার পেছনে সেই সমস্ত মানুষের অবদান অনেক ।











