







নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনকে আজকাল অত্যন্ত প্রভাবিত করছে । ইন্টারনেট জগতের সাহায্যে খুব দ্রুত আমরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি।আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ইন্টারনেটে ভাইরাল এমন কিছু ভিডিও নিয়ে আলোচনা করবো যা আমাদেরকে অবাক করতে বাধ্য করবে। সোশ্যাল মিডিয়া বলতে আমরা প্রধানত বুঝি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম প্রভৃতি।




সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের ফলে অনেক মানুষ মানসিক অবসাদে ভোগেন।তাই বিশেষজ্ঞরা যতটা সম্ভব নিয়ন্ত্রণ বজায় রেখে ইন্টারনেট ব্যবহারের কথা বলেছেন। কিন্তু এটি প্রায় সম্ভব নয় বললেই চলে।কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গিয়েছে। সম্প্রতি এখানে একটি ভিডিও ভাইরাল হয়েছে।




ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক সাপুড়ে দুটি কোবরা সাপ এবং তাদের ছানা উদ্ধার করছেন। প্রসঙ্গত এক সাপুড়ের বাড়ির পিছনে পড়ে থাকা একটি পুরানো সাউন্ড সিস্টেমের মধ্যে দুটি কোবরা সাপ বাসা বাঁধে।অতঃপর সাপগুলো মিলন ঘটিয়ে অজস্র ছানা জন্ম দিয়েছে তা ভিডিওটিতে দৃশ্যমান।




এই বিষয়টি ওই সাপুড়ে লক্ষ্য করেন, অতঃপর সাপুড়ে ওই দুটি কোবরা সাপ,এবং তাদের অজস্র ছানা ওই পুরানো সাউন্ড সিস্টেমের মধ্যে দিয়ে বের করে ওই দুটি সাপ এবং ছানাগুলোকে উদ্ধার করেন। মাত্র কয়েক দিনের মধ্যেই এই ভিডিওটি প্রায় লক্ষাধিক দর্শকসংখ্যা অতিক্রম করে ফেলেছে।এই ভিডিওটি Snake Cathers ইউটিউব চ্যানেলে এগারো মাস আগে আপলোড করা হয়েছে।দেখে নিন সেই ভিডিও।











