







নিজস্ব প্রতিবেদন:-আমরা প্রত্যেকেই প্রভিডেন্ট ফান্ড বা pf এর সম্পর্কে অবগত । কোন একটি সংস্থা তে দীর্ঘদিন ধরে কাজ করার সাথে সাথে আমাদের মূল বেতন থেকে কিছুটা অংশ এই প্রভিডেন্ট ফান্ডের জন্য কাটা হয় । যেটা এককালীন জীবন বীমা হিসেবে কিন্তু কাজ করতে পারে বা চাকরি থেকে অবসর নেওয়ার পর এককালীন মোটা অংকের রিটার্ন পাওয়া যায় ।




কিন্তু যদি কোনো কারণে সাবস্ক্রাইবারের বা গ্রাহকের হঠাৎ আকস্মিক মৃ-ত্যু ঘটে যায় সে ক্ষেত্রে এর আগে ৬ লক্ষ টাকা জীবন বীমা কভার পাওয়া যেত । কিন্তু এবার রাজ্য এবার কেন্দ্রীয় সরকার সেই সংখ্যা বাড়িয়ে সাত লক্ষ তে করেছে । অর্থাৎ যদি কোন সাবস্ক্রাইবারের মৃ-ত্যু ঘটে তাহলে তারা সাত লক্ষ টাকা পাবে লাইভ কভারেজ হিসেবে। ।




সরকারের EDLI Scheme-এর সাবস্ক্রাইবার অসুস্থ হলে বা কোনও কারণে মৃ-ত্যু হলে নমিনি বিমার টাকা ক্লেম করতে পারবেন ৷ কোনও কর্মচারীর কোভিডের কারণে মৃ-ত্যু হলে তার পরিবারের সদস্যরা EDLI Scheme-এ ৭ লক্ষ টাকা পেয়ে যাবেন ৷ এই কভার সেই সমস্ত কর্মীদের পরিবারকে দেওয়া হয় যাঁরা মৃ-ত্যু ঠিক ১২ মাস আগে এক বা একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছেন ৷ ইপিএফও-তে ইনস্যুরেন্স ক্লেম করার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি ৷




এই টাকা পাওয়ার জন্য অবশ্য একজন নমিনি থাকা দরকার । নমিনি গ্রাহকের মৃ-ত্যু-র পর সেই টাকা ক্লেম করতে পারে । যদি কোন কারনে কোন নমিনি যুক্ত না করা থাকে তাহলে আইনি উত্তরাধিকার হিসেবে অবিবাহিত মেয়ে পুত্র কিন্তু এই টাকার আবেদন করতে পারে । এবং এই যোজনার টাকা ক্লেম করার জন্য ফর্ম-5 IF জমা করতে হবে ৷ এমপ্লোয়ারের তরফে এই ফর্ম যাচাই করাতে হবে ৷ না হলে গ্যাজেটেড আধিকারিক, ম্যাজিস্ট্রেট, গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় পুরসভার বোর্ডের তরফে ভেরিফাই করাতে হবে৷











