Breaking News

যুবক-যুবতীদের জন্য দারুন সুখবর! প্রায় 50 লক্ষ কাজের সম্ভাবনা রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্কে! জানুন বিস্তারিত।

নিজস্ব প্রতিবেদন:-মহামারীর এই দ্বিতীয় ঢেউ এ কাজ হারিয়ে গেছে প্রায় লক্ষ লক্ষ মানুষের । তার পাশাপাশি সমীক্ষা বলছে অর্ধেকের নিচে মাসিক বেতন হয়ে গেছে ৯৭ শতাংশ মানুষের । এমতাবস্থায় আগামী দিন আরও কঠিন হয়ে উঠতে চলেছে সে ব্যাপারে নতুন করে বলার আর কোন অপেক্ষা রাখে না ।

তবুও চলতি অর্থবর্ষে পরিবর্তন আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এমনটা জানা যাচ্ছে যে চলতি বছরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । বেকারত্বের সংখ্যা যে হারে বেড়ে চলেছে তাতে আগামী দিনে পরিস্থিতিকে পুনরায় আবার স্বাভাবিক করতে এ ধরনের পদক্ষেপ নিতে চলেছে তারা ।

মুখ্য অর্থনীতিবিদ সৌমকান্তি ঘোষ জানিয়েছেন এক বিবৃতেতে জানিয়েছেন তাঁদের অনুমান চলতি অর্থব্যবস্থায় শ্রমবাজারে গতিবিধি আরও ভাল হবে । দ্বিতীয় মহামারীর ঢেলে প্রায় ১৫ লক্ষ মানুষের কাজ হারিয়ে গেছে এর মধ্যে ১৩ লক্ষ ছিল গ্রামীণ পরিষেবার সাথে যুক্ত ।আগামী সময়ে বিভিন্ন সংস্থা কর্মী নিয়োগের বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে ৷ সাধারণ মানুষের রোজগার নিয়ে বিশেষ আশার কথা শোনা গিয়েছে ৷

অর্থবর্ষ ২০২১-২১-এ ৪৭ শতাংশ পর্যন্ত শুধরেছে ৷ এসবিআইয়ের অর্থনীতিবিদদের একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে জুনের ত্রৈমাসিকে ৩০.৭৪ লক্ষ নিয়মিত চাকরি সৃজিত হয়েছে ?১৬.৩ লক্ষ নতুন চাকরি এর অন্তর্গত ৷ যা প্রথমবার ইপিএফ বা এনপিএসের সঙ্গে জুড়েছে ৷ এক সমীক্ষায় জানানো হয়েছে যদি এই গতিবেগ বজায় থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে অর্থব্যবস্থা ২০২১-২২ অর্থব্যবস্থায় ৫০ লক্ষ মানুষ নতুন চাকরি পেতে চলেছেন ৷ ২০২০-২১ অর্থবর্ষে যা ছিল ৪৪ লক্ষ ৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ধরনের বিবৃতিতে আশার আলো দেখতে পাচ্ছে বেকার যুবকের বেকার সমাজের যুবক-যুবতীরা এবং বেকারত্ব আগামী দিনে বেশ কিছুটা কমতে পারে বলে অনুমান তাদের ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.