







নিজস্ব প্রতিবেদন :-প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কিন্তু এক থেকে গেছে মাসিক বেতন । বেসরকারি সংস্থা তে যে সমস্ত কর্মচারীরা কর্মরত রয়েছেন তাদের মাসিক বেতনে দিকে তাকালে রীতিমতো আপনার নিজের ভাবনাচিন্তা শুরু হবে একইভাবে এই সামান্য ঢাকাতে বর্তমান সময়ে তারা জীবন-যাপন করছেন ।




অপরদিকে যদি আমরা সরকারি কর্মচারীদের দিকে লক্ষ্য রাখে তাহলে দেখব যে বিপুল পরিমাণে মাসিক বেতন তারা প্রতি বছর পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি প্রতিনিয়ত বেড়েই চলেছে তাদের মহার্ঘভাতা । সম্প্রতি কেন্দ্রিয় সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা 3 শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল ।




মূলত সামাজিক জীবন যাপন করার জন্য এই মহার্ঘ ভাতা প্রদান করা হয় সরকারের তরফ থেকে ।শুধুমাত্র ভারত বর্ষ নয় পাকিস্তান বাংলাদেশ সহ একাধিক দেশে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই ।মূল্য বৃদ্ধির উপর সামঞ্জস্য করেই নির্ধারিত হয় মহার্ঘ ভাতা বৃদ্ধির পরিমাণ ।




পুনরায় সরকারি কর্মচারীরা নতুন বছরের শুরুতেই সুখবর পেতে চলেছে বলে অনুমান করছেন অনেকেই । মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে সরকারি কর্মচারীদের।বিভিন্ন সংবাদমাধ্যম থেকে খবর জানা গেলও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি এখনও পর্যন্ত ।




এর আগে পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 31 শতাংশ মহার্ঘ ভাতা পেত । সেটা আরও তিন শতাংশ বৃদ্ধি পেতে চলেছে বছরের শুরুতে । মূলত জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে দুইবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার । এই মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় মাসিক বেতন । মাসিক বেতন কমপক্ষে কুড়ি হাজার টাকা বৃদ্ধি পেতে পারে ।।











