







নিজস্ব প্রতিবেদন :-প্রতিনিয়ত বাড়তে থাকা গ্যাস সিলিন্ডারের দাম । এর ফলে রীতিমতো নাজেহাল অবস্থা হয়ে গেছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের । এমতাবস্থায় দাঁড়িয়ে কিভাবে আগামী দিন তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবেন তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না তারা ।তবে সম্প্রতি আবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্যাস সিলিন্ডার এর উপর ভর্তুকি প্রদান করা হচ্ছে বহুদিন ধরে ।




এই ভর্তুকি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। কেউ কেউ বলছিল যে তাদের ভর্তুকি তাদের অ্যাকাউন্টে প্রবেশ করছে ।আবার কেউ বলছে তাদের ভর্তুকি সঠিক মাত্রায় প্রবেশ করছে না। তবে পুনরায় ভর্তি করাতে সেই সমস্ত অভিযোগ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছেএকসময় ভর্তুকি প্রদান করা হতো । কিন্তু সময়ের সাথে সাথে সে ভর্তুকির পরিমাণ ধীরে ধীরে কমাতে শুরু করল কেন্দ্রীয় সরকার ।




তবুও তারতম্য দেখা যাচ্ছে এখন বিভিন্ন জায়গাতে ।কেন্দ্র সরকার ঘোষণা করা হয়েছে অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ডিসেম্বর মাস থেকে আগের অবস্থায় ভর্তুকি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে এই ভর্তুকি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে । কেউ বেশি পাচ্ছে আর কেউ একদমই পাচ্ছে না।এক্ষেত্রে কেও পাচ্ছেন ৭৯.২৬ টাকা , কেও পাচ্ছেন ১৫৮.৫২ টাকা আবার কেও পাচ্ছেন ২৩৭.৭৮ টাকা।




কিন্তু যদি এমনটা হয় যে উপরোক্ত টাকার মধ্যে আপনি একটা টাকাও পাচ্ছে না ভর্তুকি হিসেবে তাহলে হতে পারে কোন প্রযুক্তি সমস্যা নইলে আপনার শর্ত পূরণ হয়নি ।অতি অবশ্যই ভর্তি হওয়ার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ।যেমন আপনার ল বার্ষিক আয় 10 লাখের নিচে হতে হবে।এক্ষেত্রে এই টাকার হিসেব করা হবে স্বামী এবং স্ত্রী -এর আয় একসাথে সংযোগ করে।




যদি এমনটি দেখা যায় যে আপনার শর্ত পূরণ হবার পরও আপনি টাকা পাচ্ছেন না তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমে https://mylpg.in/ ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনি যে কম্পানির এলপিজি ব্যবহার করছেন তার ওপর ভিত্তি করে সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে। এরপর এলপিজি আইডি, মোবাইল নাম্বার, ক্যাপচা কোড ইত্যাদি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে।











