







নিজস্ব প্রতিবেদন:-দীর্ঘই লকডাউন এর ফলে রীতিমতো কর্মহীন হয়ে পড়েছে অনেকে । তার পাশাপাশি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা পড়াশোনা করে বাড়িতে বসে রয়েছে ।শুধুমাত্র একটা সরকারি চাকরির আশায় ।তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা রয়েছে । সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু নিয়োগ তেমন ভাবে না হওয়ার জন্য তারা সুযোগ পাচ্ছে না নিজেদের প্রতিভাকে প্রকাশ করার জন্য । এবার সেই সুযোগ এসেছে তাদের সামনে । সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে প্রাথমিক স্কুলে ।।




পদের নাম :- গ্রুপ ডি , ক্লার্ক এবং লাইবেরিয়ান
শূন্যস্থান পদের সংখ্যা :- গোটা রাজ্য জুড়ে সব পদের মোট শূন্যস্থান পদের সংখ্যা হচ্ছে ১০,০০০ ।




শিক্ষাগত যোগ্যতা:-গ্রুপ ডির জন্য অতি অবশ্যই প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস করতে হবে ।
ক্লার্ক এর জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে অতি অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে ।
তার পাশাপাশি মিনিটে ২০ টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে ।
লাইব্রেরিয়ান পদের জন্য সাইন্স আর্টস কমার্স গ্রাজুয়েট হতে হবে ।




মাসিক বেতন:-গ্রুপ ডির জন্য মাসিক বেতন ৪,৯০০ থেকে ১৬,২০০ টাকা । গ্রেড পে ১৭০০ টাকা ।
ক্লার্ক এর জন্য ৫৪০০ থেকে ২৫,২০০ টাকা এবং গ্রেড পে:- ২৬০০ টাকা ।




লাইব্রেরিয়ান এর জন্য ৭১০০ থেকে ৩৭৬০০ টাকা । গ্রেড পে :– ৩৯০০ টাকা ।
বয়স :-আবেদনকারীর বয়স অতি অবশ্য ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে ভর্তি হতে হবে।
আবেদন পদ্ধতি:- অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে । কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়নি শিক্ষা দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যে পুজোর আগে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হবে । লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ জারি করা হবে ।।











