







নিজস্ব প্রতিবেদন: নব্বই দশকের শেষ দিকে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন গোবিন্দা। একের পর এক সুপারহি-ট চলচ্চিত্রের মুখ দেখিয়েছিলেন তিনি বলিউডকে।’কুলি নম্বর ১’,’রাজা বাবু’,’বাড়ে মিয়া ছোটে মিয়া’,’জেন্টেলম্যান’,’সাজান চালে শ্বাশুরাল’ এর মতো একাধিক সুপারহিট ছবি রয়েছে এই অভিনেতার ঝু-লিতে। বারংবার বিভিন্ন ছবিতে সেরা কমেডিয়ানের ভূমিকা পালন করার জন্য প্রশংসিত হয়েছেন তিনি।




কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। রিয়েলিটি শো গুলির তালিকার টিআরপিতে এগিয়ে রয়েছে ডান্স বাংলা ডান্স। সেখানে বিচারকের আসনে দেখা যায় বলিউডের গোবিন্দা টলিউডের জিৎ এবং শুভশ্রীকে।সম্প্রতি গোবিন্দা র একটি নাচের ভিডিও ভাইরাল হয় এই রিয়েলিটি শোতে গানের তালে কোমর দুলিয়ে নাচ করতে দেখা যাচ্ছিল গোবিন্দা কে।যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি।




উল্লেখ্য দিন কয়েক আগেই নিজের বক্তব্যের মাধ্যমে বি-তর্ক সৃষ্টি করেছিলেন গো-বিন্দা।সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে গোবিন্দা পরোক্ষভাবে বলিউডের ব্যক্তি বিশেষকে দোষারোপ করে জানান,”গত ১৪-১৫ বছরে, আমি অর্থ বিনিয়োগ করেছি, এবং প্রায় ১৬ কোটি টাকার লোকসান হয়েছে। ইন্ডাস্ট্রির মানুষজন আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে।




আমার ছবি হলে মুক্তি পায়নি কারণ সকলে আমার কেরিয়ার ধ্বং-স করে দিতে চেয়েছে, যদিও সেটা সম্ভব হয়নি। আমি ফের নতুন করে শুরু করছি ২০২১-এ”। যদিও এই বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগতভাবে তিনি কাকে আক্র-মণ করতে চেয়েছেন সেই কথা উল্লেখ করেননি গোবিন্দা।















