







নিজস্ব প্রতিবেদন:আর কয়েক দিনের মধ্যেই দু চাকার জগতে বিপ্লব আসতে চলেছে। খুব শীঘ্রই তথা এই আগস্ট মাসেই লঞ্চ হতে চলেছে ওলার ইলেকট্রিক স্কুটার।ট্যুইট করে এই সুখবর জানিয়েছেন কোম্পানির কর্ণধার ভাবিশ অগ্রবাল। স্কুটারটিকে আত্মপ্রকাশ করার জন্য স্বাধীনতা দিবসের মতো ভালো দিন বেছে নিয়েছেন তারা।




এই প্রসঙ্গে ওলার চেয়ারম্যান তথা গ্রুপ সিইও ভাবিশ জানিয়েছেন,”ওলা স্কুটার বুকিং করার জন্য আপনাদের ধন্যবাদ। আগামী ১৫ অগাস্ট ৭৫তম স্বাধীনতা দিবসে ওলা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার পরিকল্পনা করছি আমরা। সেই দিনই স্কুটারের যাবতীয় স্পেসিফিকেশন প্রকাশ্যে আনা হবে”।




কি কি রঙের পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার? ম্যাটের পাশাপাশি গ্লসি ফিনিস, ১০ রঙে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। স্কুটারের রং প্রসঙ্গে কোম্পানির সিইও ভাবিশ জানিয়েছেন,”১০ রঙের বিপ্লব, ঠিক যেমনটা আপনারা চেয়েছিলেন। কোন রঙটা আপনার পছ্ন্দ ? আমি জানতে চাই। এখনই http://olaelectric.com-এ গিয়ে রিজার্ভ করুন।স্কুটারে সাদা ,কালো ছাড়াও রয়েছে হলুদ, লাল, গোলাপির রঙবাহারি। এ ছাড়াও অফিশিয়াল কালার হিসাবে শোভা পাচ্ছে সিলভার , হোয়াইট, ম্যাট ব্ল্যাকের মতো রং”।




বুকিং করতে গেলে কি করতে হবে?মাত্র কয়েক দিন আগে থেকেই এই বিশেষ ইলেকট্রিক স্কুটার এর বুকিং শুরু হয়ে গিয়েছে।৪৯৯ টাকা রাখা হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার বুকিংয়ের মূল্য।কোনও কারণে বুকিংয়ের পর ক্রেতা স্কুটার কিনতে না চাইলে পুরো টাকা ফেরত পাবেন। অর্থাৎ কম দামে ইলেকট্রিক স্কুটার যে একটি মারাত্মক সাশ্রয় তাতে কোন সন্দেহ নেই। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদনগুলোতে নজর রাখতে থাকুন।











