







নিজস্ব প্রতিবেদন :-নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চোখ ধাঁধানো এক দৃশ্য দেখে রীতিমত অবাক সকলে ।আমরা প্রতিনিয়ত জীবনের সংগ্রাম ল-ড়া-ই করে বেঁচে থাকি এবং এই ল-ড়া-ই শুধুমাত্র মনুষ্য প্রজাতির মধ্যে দেখা যায় তা কিন্তু নয় । তার পাশাপাশি বনেজঙ্গলে গেলে আপনার লক্ষ্য করবেন যে আমাদের থেকেও অধিক বেশি ল-ড়াই-য়ে লিপ্ত তারা । এবং সেই লরাই মূলত তাদের অস্তিত্ব সংগ্রামের ল-ড়া-ই । কিন্তু সম্প্রতি যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেটি খুব ম-র্মা-ন্তি-ক ।




খাদ্য পিরামিডের শৃংখল এর দিকে আপনারা একটু নজর রাখলে দেখতে পাবেন যে এক শ্রেণীর প্রাণী অন্যান্য প্রাণী কে শি-কা-র হিসেবে ব্যবহার করে থাকে । এবং এরকমভাবে ক্রমাগত চলছে খাদ্যশৃঙ্খলের এই চক্র । কিন্তু কখনো কখনো খাদ্য শৃংখল এর চক্রে ব্যাঘাত ঘটতে দেখা যায় । দেখা যায় উল্টো ধরনের ঘটনা । যেমন আমরা কখনো কখনো দেখি যে জঙ্গল সবথেকে শ-ক্তি-শা-লী পশু সিংহকে আ-ক্র-ম-ণ করেছে একটি হরিণ ।




সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশিত হয়েছে বলাবাহুল্য ইউটিউব একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে জল থেকে উঠে ডাঙাতে শুয়েছিল একটি হিং-স্র ক্ষু-ধা-র্থ কুমির । তার পাশ দিয়ে হঠাৎ এই দল মিলে বেরিয়ে যাচ্ছিল বেশ কিছু সিংহ । হঠাৎই কুমিরকে দেখে তারা যার ফলে আ-ক্র-ম-ণের জন্য এগিয়ে যায়। কিন্তু কুমির হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় । পাল্টা আ-ক্র-মণ করতে থাকে তাদেরকে । যার ফলে সিংহ গুলো বুঝতে পারে যে একে স্বীকার করা খুব একটা সহজ হবে না তাদের পক্ষে কিছুক্ষণ অপেক্ষা করা প্রসঙ্গে ওগুলো আবার অন্যত্র চলে যায় ইতিমধ্যে ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যাপক পরিমাণে।











