







নিজস্ব প্রতিবেদন:গত সপ্তাহ থেকেই সকালবেলায় আকাশের মুখ ভার হয়ে রয়েছে। বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে।রাজ্যের বেশ কয়েকটি এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।এমতাবস্থায় আবারও নতুন সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই নতুন সর্তকতা অনুযায়ী,কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।




কলকাতা ছাড়াও বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা প্রভৃতি। তবে অতিরিক্ত বৃষ্টি হলেও তাপমাত্রা বিশেষ কমবে না। কিন্তু এই হঠাৎ বৃষ্টি হওয়ার কারণ কি? এই বিষয়ে তথ্য দিয়েছেন আবহাওয়াবিদরা।




আবহাওয়াবিদরা জানিয়েছেন,মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে গত কয়েক দিন ধরেই বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আগামী কয়েক দিন এই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে।উল্লেখ্য আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রির কাছাকাছি। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ২৭ ডিগ্রির কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।











