







নিজস্ব প্রতিবেদন :- আমরা প্রত্যেকেই জানি যে দাঁত সাধারণত ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় । এবং প্রতিনিয়ত ও ক্যালসিয়াম ক্ষয় হতে থাকে । যার ফলে দাগ আলগা হয়ে যায় এবং বয়সের সাথে সাথে সে গু-লি ন-ষ্ট হতে শুরু করে । কিন্তু বয়স থাকার সময় যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনাকে এক ল-জ্জার প-রিস্থিতিতে ফে-লবে । যদিও বর্তমান যুগে অনেক ধরনের চিকিৎসা উঠে গেছে । নকল দাঁত আবিষ্কার হয়ে গেছে বাজারে ।




কিন্তু তবুও আসল দাঁতের মতন কে নকল দাঁতের সৌন্দর্য বা অনুভূতি থাকে কখনোই থাকবে না অতিরিক্ত ম-দ্যপান ধূ-মপান বা গু-টকা জাতীয় খাবার খাওয়ার ফলে দাঁত ক্ষয় হতে শুরু করে ।।এবং দাগ ক্রমশ কালো বা হলদেটে হয়ে যায় । যার ফলে আপনি প্রাণ খুলে হাসতে পারেন না । আপনি এটাও জানেন যে আপনি যদি প্রাণ খুলে হাসেন তাহলে আপনাকে আরো দেখতে সুন্দর লাগবে ।।কিন্তু শুধুমাত্র দাঁতের জন্য আপনি প্রাণ খুলে হাসতে পারেনা ।




তাহলে করনীয় কি? উপায় হচ্ছে একটা হলুদ দাঁত পরিষ্কার করতে হবে কিন্তু কি ভাবে করবেন তা জানাবো আজকের প্রতিবেদন এ । এই মুহূর্তে আপনাদের সামনে বলতে চলেছি এমন বেশ কিছু ঘরোয়া টিপস যার দরুন আপনি আপনার দাঁত কে পুনরায় করতে পারবেন সাদা ঝকঝকে উজ্জ্বল । আসুন দেখে নেওয়া যাক নিয়মগুলি কি। এই জন্য দরকার টুথপেস্ট, বেকিং সোডা , লবণ, লেবুর রস ও কফি ।




প্রথমে একটি ছোট্ট পাত্রে পরিমাণ মতো টুথপেস্ট নিন তারপর এর সাথে অর্ধেক চামচ বেকিং সোডা নিন, এর ওপর অল্প লবণ দিন এবং তারপর এর সাথে অর্ধেক চামচ পাতি লেবুর রস দিয়ে ভালো ভাবে মিশ্রণ তৈরি করুন।বেকিং সোডা না থাকলে আপনি এর বদলে ইনো ও ব্যবহার করতে পারেন।তবে মনে রাখতে হবে ইনো ব্যবহারের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে ইনো ব্যবহার করতে হবে।




এই মিশ্রণটি সবশেষে যোগ করুন কফি এবং এটি যোগ করার পর মিশ্রনটিকে ভালো মতো নাড়তে থাকুন । তারপর ব্রাশ এর মাধ্যমে ব্রাশ করলে মিলবে ঝকঝকে সাদা দাঁত তবে মাথায় রাখবেন যে দু মিনিটের বেশি এই মিশ্রণ দিয়ে দাঁত পরিষ্কার করবেন না । এর ফলে আপনাদের অতিরিক্ত পরিমাণে দাঁত ক্ষয় হতে পারে । এটি আপনি নিয়মিত ভাবে ব্যবহার করলে পেয়ে যাবেন উজ্জ্বল চকচকে সুন্দর দাঁত ।











