







নিজস্ব প্রতিবেদন:- ব্রণ, অ্যাকনের মতো মুখের একটি সমস্যা হলো ব্ল্যাকহেডস। এই ব্ল্যাকহেডস আমাদের মুখের শ্রী নষ্ট করে দেয়। শুধু তাই নয় এই ব্ল্যাকহেডসের কারণে আমাদের সুন্দর লাগে না আর। আবার আমরা সুন্দর করে সাজলেও এই ব্ল্যাকহেডসের কারণে আমাদের সাজগোজটাই নষ্ট হয়ে যায়। ফলে এই ব্ল্যাকহেডস দূর করা জরুরি আমাদের।




এই ব্ল্যাকহেডস দূর করার জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি। কিন্তু অতিরিক্ত ক্যামিকেল আমাদের স্কিন ড্যামেজ করে দেয়। এই ব্ল্যাকহেডস দূর করার জন্য রইলো কিছু ঘরোয়া টিপস, যা কেমিক্যাল ফ্রি। জেনে নিন তাহলে-




1. হলুদ, কাঁচা দুধ ও চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়ে ব্ল্যাকহেডসের জায়গায় দিয়ে রাখুন দশ মিনিট। তারপর জল দিয়ে তুলে ফেলুন সবটা। এটি সপ্তাহে দু তিনদিন ব্যবহার করুন।
2. মধু ব্ল্যাকহেডসের দূরীকরণের জন্য খুবই উপকারী। ব্ল্যাকহেডসের জায়গায় মধু লাগিয়ে রেখে দিন পাঁচ থেকে পনেরো মিনিট। তারপর সেটি জল দিয়ে ধুয়ে নিয়ে মুছে নিন। এটি সপ্তাহে তিনদিন করতে পারেন।




3. পুদিনা পাতার রসের মধ্যে মধু, হলুদ গুঁড়ো দিয়ে প্যাক বানিয়ে সেটি ব্ল্যাকহেডসের জায়গায় লাগান। তারপর সেটি ভালো করে শুকিয়ে নিয়ে ধুয়ে ফেলুন।
4. বেসন এই ব্ল্যাকহেডস দূর করতে ভীষণ সাহায্য করে থাকে। বেসনের সাথে মধু, হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে পেস্ট বানিয়ে মুখে মেখে দিন।




এই টিপসগুলোর সাহায্যে খুব সহজেই আপনার ব্ল্যাকহেডস দূর হবে। আর সবকটি হলো বাড়িতে তৈরি, ফলে মুখের ক্ষতি হবে না।











