







নিজস্ব প্রতিবেদন:-স্বাস্থ্যই সম্পদ” আমরা সকলেই এ কথা জানি । অর্থাৎ স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা আমাদের নৈতিক কর্তব্য মধ্যে পড়ে। কিন্তু এই স্বাস্থ্য সচেতন থাকার জন্য আমরা ঠিক কতটা সচেতন তা নিয়ে আছে প্রশ্ন ? আজকালকার দিনে তৈলাক্ত জাতীয় খাবার বা খাবারে অনিয়ম করে শরীরকে রীতিমতো ভেঙে ফেলা নতুন প্রজন্মের কাছে। রীতি নীতি হয়ে দাঁড়িয়েছে । তাই নিয়মিত স্বাস্থ্য প্রতি সচেতন থাকা দরকার ।




এর পাশাপাশি আমাদের শরীরে এমন বেশ কিছু অবাঞ্ছিত জিনিস থাকে যা নির্দিষ্ট সময় মাফিক শরীর থেকে ঝেড়ে ফেলতে হয়। যেমন পায়ের লোম বা আন্ডার আমস এর লোম । বাংলা ভাষায় বলতে গেলে বগলের লোম ।




সারাদিনের কর্মব্যস্ততার ফলে আমাদের শরীরে যে ঘাম উৎপন্ন হয় সেই ঘাম এই লিমের মধ্যে আটকে থেকে যা। য় দীর্ঘদিন ধরে লোমের মধ্যে আটকে থাকলে তার থেকে সৃষ্টি হয় দুর্গন্ধ এবং যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষ-তিকর । তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর থেকে ঝেড়ে ফেলা উচিত এগুলোকে। কিন্তু কিভাবে ? জমাবো আপনাদের এই মুহূর্তে।




সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে দেখানো হচ্ছে কি কি পদ্ধতিতে করলে আপনি আপনার শরীরের বা আন্ডার আমসের অবাঞ্ছিত লোম ঝেড়ে ফেলতে পারবেন নিমিষে । এর জন্য আপনাকে বাজারে যেতে হবে না প্রথমে একটি পাত্রে মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস নিন এবং তার মধ্যে যোগ করে দিন কিছুটা চিনি ।




এবং তারপর তার মধ্যে যোগ করে দিন কিছুটা পরিমাণে জল । সমস্ত উপকরণ গুলিকে ভালো রকম ভাবে মিশিয়ে গ্যাসের মধ্যে ৫-৭ মিনিট জ্বাল দিলে একটি ঘন মিশ্রণ তৈরি হবে । এই মিশ্রণটি আপনি লোমের উপরের লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ । তারপর যখন একটি শক্ত হয়ে যাবে তখন টেনে তুলে দিলেই খুব সহজে শরীরের অবাঞ্ছিত লোম উঠে আসবে ।




এটি একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে কোনো ব্যথা যন্ত্রণা ছাড়াই আপনি শরীরের অবাঞ্ছিত লোম গুলিতে শরীর থেকে বের করে দিতে পারবেন ।তার পাশাপাশি শরীরকে রাখতে পারবেন সুস্থ স্বাভাবিক ও সতেজ দুর্গন্ধমুক্ত। শুধুমাত্র প্রতিদিন স্নান বা সাবান মেখে স্নান করলে শরীরের দুর্গন্ধ যাবে এমনটা কিন্তু নয় তার পাশাপাশি মেনে চলতে হবে এসব নিয়ম । তাহলেই শরীর থাকবে পরিষ্কার ঝকঝকে ।











