







নিজস্ব প্রতিবেদন:দেশে ভাইরাসের সংকটকালীন সময়ে সাধারণ মানুষের অবস্থা অনেকটাই নাজেহাল হয়ে গিয়েছে। যার ফলস্বরুপ প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ঘটে চলেছে। সম্প্রতি কিছুদিন আগেই পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে দেশজুড়ে অশান্তি হতে দেখা গিয়েছিল।




এমতাবস্তায় গ্রাহকদের জন্য সুখবর হিসেবে রান্নার সিলিন্ডারের মূল্য এর ছাড় সামনে এলো। তবে এই সুবিধা শুধুমাত্র পেটিএম এর মাধ্যমেই বুকিং করলে পাওয়া যাবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক আমাদের এই বিশেষ প্রতিবেদন টি।




ওয়াকিবহাল মাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে পেটিএম অ্যাপ থেকে গ্যাস বুকিং করলে 900 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে এর জন্য আপনাদের মোটামুটি 500 টাকা পর্যন্ত অর্ডার করতে হবে। নিচে কিভাবে পেটিএম অ্যাপ থেকে বুকিং করবেন সেই বিষয়ে বিস্তারিত দেওয়া হল।




এর জন্য সর্বপ্রথম পেটিএম অ্যাপ্লিকেশনটি আপনাদের ওপেন করতে হবে। এরপর শো মোর অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর রিচার্জ অ্যান্ড পে বিলে ক্লিক করার পর বুক সিলিন্ডার অপশনে চলে যান।সবশেষে গ্যাসের প্রোভাইডার সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড এলপিজি আইডিটি দিন। এরপর গ্যাস বুকিং হয়ে গেলেই পেটিএম এর মাধ্যমে আপনি 900 টাকা ছাড় পেয়ে যেতে পারেন।











