







নিজস্ব প্রতিবেদন :-। সময়টা দেড় বছর আগের যখন বাজারে একটি নাম একচেটিয়া অধিকার করে আছে সেটি হল রানু মন্ডল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক-ইউটিউব ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গাতে রানু মন্ডল নাম ছড়িয়ে পড়েছিল। তার কারণ তিনি রাতারাতি স্টেশনের ভিখারি থেকে হয়ে গিয়েছিলেন তারকা। রানাঘাট স্টেশন চত্বরে লতা মঙ্গেশকরের এক পেয়ার কা নাগমা হে গান গেয়ে রীতিমতো নজর কেড়েছিলেন নেটিজেনদের। এবং তাতেই করেছিলেন কিস্তিমাত। সরাসরি স্টেশন থেকে জায়গা করে নিয়েছিলেন মুম্বাই মতন জায়গার রেকর্ডিং স্টুডিওতে।




অতীন্দ্র বলে কোন এক পথযাত্রী তার গাওয়া গানটি ভিডিও রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করেন ।মুহূর্তের মধ্যেই ভিডিও ভাইরাল হয় এবং রানু মন্ডল কে জানতে থাকে দেশের আনাচে-কানাচে থাকা প্রতিটি মানুষ।সেই মতো রানু মন্ডল হিমেশের সাথে একটি গান করেন। কিন্তু তারপর তারপর কেটে গেছে অনেকটা সময়। কোথাও যেন হারিয়ে গেছে রানু মন্ডল ।কিন্তু কেন হারিয়ে গেছে তার কারণ আমাদের সকলেরই জানা । তার এই হারিয়ে যাওয়ার পিছনে আছে শুধুমাত্র তার অহংকার রয়েছে ।




এই রানু মন্ডল রীতিমতো তার অসম্ভব সুন্দর কন্ঠের জন্য ভাইরাল হয়েছিল রাতারাতি পৌঁছে গিয়েছিল মুম্বাইয়ের মতন জায়গায়। পাশাপাশি ভারতের বাইরে বাংলাদেশ ও তাকে নিয়ে প্রবল আগ্রহ ছিল । কিন্তু অল্প সময়ে তারকা হয়ে যাওয়াতে তার শরীরে জন্ম নেয় অহংকার। আর আমরা জানি অহংকার পতনের মূল কারণ। ঠিক তেমনটাই হলো রানু মন্ডল এর সাথে ।




ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে জানানো হচ্ছে যে রানু মন্ডল এক সময় এক বছর আগে পুরো বাজার দখল করে রেখেছিল নিজের কন্ঠ দিয়ে সে রানু মন্ডল কে আবার ফিরে যেতে হল সেখানে যেখান থেকে তিনি উঠে এসেছিলেন অর্থাৎ রানাঘাট স্টেশনে ।




তবে সম্প্রতি ফেরার একবার ভাইরাল রানু মন্ডল কিন্তু । এবার তেরি মেরি কাহানি নয় বরং বাংলা একটি গান মঙ্গলদীপ জ্বেলে গানটি গেয়ে তিনি ভাইরাল । তবে শুধুমাত্র ভারতেই বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তার প্রভাব পুনরায় ধীরাজ মিত্রের একটি ছবিতে ভক্তিমূলক গান প্লেব্যাক সিঙ্গিং করতে চলেছে রানাঘাটের রানু মন্ডল ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র । পুনরায় রানু মন্ডল কে একই মঞ্চে দেখতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা রত তার অনুরাগীরা











