







এখন আমরা অনেকেই ফ্ল্যাটেই থাকা পছন্দ করি। বেশিরভাগ ফ্ল্যাটে সাদা টাইলস দিয়ে সজ্জিত করা থাকে। প্রতিদিন পরিষ্কার করলে অনেক সময় দেখতে পাওয়া যায় সেখানে ময়লা জমেছে। অনেক কষ্ট করে সেগুলি পরিষ্কার করা যায় না। পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর যে কোন মানুষকে আরো বেশি সুস্থ এবং স্বাভাবিক জীবন দান করতে পারে কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকার কারণে এবং সময়ের অভাবে অনেকেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না। তাই এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাব কিভাবে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার বাড়ি টাইলস পরিষ্কার করতে পারবেন।




এক বালতি গরম জলের মধ্যে ভিনিগার মিশিয়ে ভালো করে মেঝে পরিষ্কার করলে সমস্ত দাগ দূর হয়ে যায়।
নতুন জুতো অনেক সময়ে টাইলস এর কারণে স্ক্র্যাচ ফেলে দিতে পারে। এই দাগ দূর করার জন্য যদি পেন্সিল ইরেজার ব্যবহার করেন তাহলে ভালো ফল লাভ করতে পারবেন।




ঘরের টাইলস এর কঠিন দাগ দূর করার জন্য বেকিং সোডা খুবই উপকারী। সমপরিমাণ বেকিং সোডা এবং গরম জল মিশিয়ে ভালো করে টাইলসের দাগে ঘষতে থাকুন। এরপর 10 মিনিট অপেক্ষা করুন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন সমস্যা দূর হয়ে গেছে।




এক বালতি জলে অল্প পরিমাণ দিশ ওয়াশিং সোপ মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে টাইলস ফ্লোর পরিষ্কার করতে থাকুন। তারপর স্পচ দিয়ে মুছে ফেলুন। দেখবেন আপনার টাইলস কিরকম ঝকঝক করছে।
অ্যামোনিয়া; এক বালতি গরম জলের মধ্যে ছোট্ট কাপের মধ্যে এমোনিয়া মিশিয়ে নিন। এরপর ভালো করে কাপড় ভিজিয়ে টাইলস মুছে ফেলুন। টাইলসের হলদে দাগ ময়লা দূর করার জন্য ভীষণভাবে উপকারী অ্যামোনিয়া। ময়লা দূর করার পাশাপাশি এটি সমস্ত ব্যাকটেরিয়া দূর করে দেয়।




ব্লিচ; ব্লিচ অনেক দ্রুত টাইলসের দাগ পরিষ্কার করতে পারে। 75% জলের মধ্যে যদি 25 শতাংশ ব্রিজ পাউডার মিশিয়ে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করেন তাহলে আপনার টাইলস নতুনের মতো ঝকঝক করবে।




জল এবং হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে যদি তাই টাইলসের ওপর স্প্রে করতে পারেন, তাহলে সমস্যা দাগ দূর হয়ে যেতে পারে।











