







নিজস্ব প্রতিবেদন:.দুর্গাপূজা বাঙালীদের ক্ষেত্রে একটি অতি বড় উৎসব। কথাতেই রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণ গুলির মধ্যে অন্যতম উৎসব হলো দুর্গাপুজো। পুজোর চারদিন বাঙালি মেতে ওঠে আনন্দ এবং উৎসবে। নতুন জামা পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা ছাড়াও নানান ধরনের নাচ গানের অনুষ্ঠান হতে দেখা যায়।




সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এইসব নাচ গানের অনুষ্ঠান দেখতে পাই। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে দুর্গাপূজার সময় এর একটি ভিডিও। এই ভিডিওতে পাঁচ সুন্দরী যুবতীকে ধুনুচি নাচ করতে দেখা যাচ্ছে। অসাধারণ কায়দায় ঢাকের সাথে তাল মিলিয়ে নাচ করছেন তারা। দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়েছেন বা অভিজ্ঞতা রয়েছে তাদের।




ভিডিওটি দেখে সকলেই আপ্লুত হয়ে পড়েছেন। নেট নাগরিকদের বেশিরভাগ জনই ভিডিওটিকে অত্যন্ত পছন্দ করেছেন। চাইলেই ভাইরাল ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন।দর্শকদের সুবিধার্থে এটি প্রতিবেদনের সাথেই সংযুক্ত করা হয়েছে।











