Breaking News

২২ বছর বয়সের মধ্যে যুবতীদের বিয়ে না হলে মেয়েদের যে ৭ টি ভ’য়’ঙ্কর সমস্যার মুখোমুখি হতে হয়, জেনে নিন!

নিজস্ব প্রতিবেদন :-এই সমাজে ছেলে এবং মেয়েদের আলাদা সম্মান ,অধিকার থাকা উচিত ।।কিন্তু এমনটা হয় না ।।মেয়েদেরকে এখনো আলাদা চোখে চোখে দেখা হয়ে থাকে । সেটা বাড়ির ক্ষেত্রে হতে পারে বা বাইরে ক্ষেত্রে হতে পারে । কিন্তু সমাজ গঠনের ক্ষেত্রে মেয়েদের অবদান অনেকখানি ।

সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু তবুও যে বিষয়গুলি সবথেকে বেশি মেয়েদেরকে সম্মুখীন হতে হয় সেটি হলো বিয়ে । যদি কোন মেয়ের বয়স ২২ বছর অতিক্রম করে যায় আর তার প্রয়োজন তার বিয়ে না হয় তাহলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাকে । কি রকম ধরনের সমস্যা আজকের প্রতিবেদনে তুলে ধরব সেগুলো।

প্রথমত যদি কোনো কারণে বাড়ির মা-বাবারা তার মেয়েকে ২২ বছরের পরেও বিয়ে দিতে অক্ষম থাকে তাহলে তাদেরকে হা-হুতাশ করতে দেখা যায় । কখনো কখনো এতটাই চিন্তিত হয়ে পড়েন তারা যে ছেলে মেয়েরা নিজেদেরকে অ-প-রাধী হিসেবে মনে করে।

বয়স হয়ে যাওয়ার সাথে সাথে যদি বিয়ে না হয় তাহলে আপনি কোন অনুষ্ঠান বাড়ি বা উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবেন না । কারণ পাড়া-প্রতিবেশীরা কখনোই এগুলিকে ভালো চোখে দেখেনা । এবং নানান ধরনের প্রশ্ন করতে থাকে আপনার বিয়ের বয়স নিয়ে ।।যার ফলে আপনি অস্বস্তি তে পড়বেন ।

অবিবাহিত মহিলাদের কে সবসময় খারাপ চোখে দেখা হয়ে থাকে । তার নামে নানান রকমের কুরুচিকর মন্তব্য করা হয় এবং দূর্নাম রটানো হয় যার ফলে তার ভাবমূর্তি প্রতিনিয়ত নিচে নামতে শুরু করে ।

সঠিক সময় যদি আপনার বিয়ে না হয় তাহলে আপনি কোন ধরনের পোশাক পরবেন সেটাও নির্বাচন করে দেয় অন্য কেউ । অর্থাৎ যদি আপনি আপনার পছন্দের মতন জমকালো কোন পোশাক পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা হবে অনেকখানি ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.