







নিজস্ব প্রতিবেদন —দুর্যোগপূর্ণ আবহাওয়ার শেষে রোদের দেখা মিলল কলকাতায়।এদিন মঙ্গলবার বেলা বাড়তেই শহরবাসী উজ্জ্বল ঝলমলে রোদ এর সম্মুখীন হন।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগু-লিতেও আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হয়েছে। শীতের আমেজ থাকলেও ঠান্ডার পরিমাণ খুব একটা নেই বলাই চলে।




তবে ইতিমধ্যেই মানুষের আলমারি থেকে বেরিয়ে গিয়েছে গরম পোশাক। শীত পড়ার আগে আরো একবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সেই বৃষ্টি তাপমাত্রার উপর খুব একটা প্রভাব ফেলবে না।জানা যাচ্ছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগু-লিতে।




বর্তমানে উত্তর ভারতে একটি বেশ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেই ঝঞ্ঝা থাকার কারণেই দক্ষিণবঙ্গের বায়ুমন্ডলে জলীয়বাষ্প কিছু সময় পর্যন্ত বিরাজমান থাকবে। সেই কারণেই বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।মোটামুটি ডিসেম্বরের 10 তারিখের মধ্যে এই পশ্চিমী ঝঞ্জা বিদায় নেবে।




যার সাথে সাথেই শীতের আগমন ঘটবে সম্পূর্ণ বাংলা জুড়ে।আবহাওয়াবিদরা জানিয়েছেন চলতি বছরে পৌষ মাস শুরুর আগেই গোটা দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে। তাই যাতে আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেন বঙ্গবাসী।











