







নিজস্ব প্রতিবেদন:বর্তমান সময়ে সংবাদ শিরোনামে রয়েছে পর্ন কাণ্ডে গ্রে-ফ-তার হওয়া রাজ কুন্দ্রার ঘটনা। অনেকেই হয়তো জানেন না একমাত্র শ্যালিকা শমিতা শেট্টি কেও সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য শিল্পা শেট্টির বোন অর্থাৎ রাজের শ্যালিকা বলিউডে কয়েকটি হাতে গোনা সিনেমায় নামমাত্র অভিনয় করেছিলেন। 2001 সালের মহব্বতে সিনেমা দিয়ে বলিউডে পদার্পণ করেছিলেন তিনি।এর পর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও সেরকম নাম বর্জন করতে পারেননি শমিতা।




পর্ণ কাণ্ডে অভিযুক্ত অভিনেত্রী গহনা বশিষ্ঠ এর মতে রাজ নাকি তাঁর শ্যালিকা অভিনেত্রী শমিতা শেট্টিকেও (Shamita Shetty) তার ছবিতে অভিনয় করার অফার দিয়েছিলেন!গহনা বলেন,”আমার গ্রেপ্তারির কয়েকদিন আগে আমি রাজের অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারি রাজ ‘বলিফেম’ নামে একটি নতুন অ্যাপ তৈরি করছিলেন। সেই অ্যাপের এক ছবির জন্য শমিতা শেট্টিকে অভিনয়ের অফারও দিয়েছিলেন রাজ। সেই ছবি পরিচালনার দায়িত্ব আমার উপর ছিল। শমিতা রাজিও হয়েছিলেন ছবিটি করার জন্য। এমনকী, পারিশ্রমিক নিয়ে শমিতার সঙ্গে কথাও হয়েছিল। রাজ গ্রে-প্তা-র না হলে এই অ্যাপ লঞ্চ হতো”।




রাজ কুন্দ্রা রয়েছেন মুম্বাই সাইবার ক্রাইমের হেফাজতে। তার বাড়ি থেকে উদ্ধার ৭০ টি পর্ণ ভিডিও, যেই সার্ভার তিনি ব্যবহার করতেন পর্ণ ভিডিও আপলোড করতে এবং নেট মাধ্যমে ছড়িয়ে দিতে, ইতিমধ্যেই তা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে গ্রেফতারি এড়ানোর জন্য মুম্বাই পুলিশকে 25 লক্ষ টাকা ঘুষ দেওয়ার কথাও বলেছিলেন রাজ কুন্দ্রা।











