Breaking News

খোলা চুলে শাড়ি পরে দুর্দান্ত নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সকলের প্রিয় ‘বিনাপানি’! তুমুল ভাইরাল হল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন :-আজ থেকে প্রায় বছর কুড়ি আগে একটা সময় ছিল যখন মানুষ বাইরের পরিবেশে কোন খবর জানার জন্য চোখ রাখতে টিভির পর্দা বা রেডিওতে । কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন ঘটেছে । টিভি রেডিওর প্রচলন শুরু হয়েছে স্মার্টফোনের যুগ ।এই স্মার্টফোনের মাধ্যমে আমরা ইন্টারনেট পরিষেবা সাহায্যে সোশ্যাল মিডিয়ার সাথে ২৪ ঘন্টা যুক্ত থাকতে পারি এবং সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কি কি ধরনের কাজকর্ম করে তা আমাদের কারো অজানা নয় ।

সোশ্যাল মিডিয়াতে আমরা নানান ধরনের ছবি এবং ভিডিও মাঝে মাঝে দেখতে পাই যা আমাদেরকে মনরঞ্জিত করে তোলে । তার পাশাপাশি মানুষ নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ব দরবারে । প্রতিনিয়ত বেড়েই চলেছে এর প্রবণতা । প্রচুর মানুষ তাদের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করে বিশ্ব দরবারে । যার ফলে আমরা আমাদের পাড়ার মোড়ে মোড়ে রাস্তা ঘাটে প্রতিটি অলিতে-গলিতে প্রতিবেশীর মানুষের খোঁজ পেয়ে থাকে সম্প্রতি পাওয়া গেল আরো একবার ।

নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভার ই ঝালক আমরা দেখতে পাই। সম্প্রতি তেমনি একটি ভাইরাল হওয়া একটা ভিডিও দেখে চমকে উঠলেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে একটু যুবতী শাড়ী পরে ছাদে একটি জনপ্রিয় হিন্দি গান ‘পরম সুন্দরী’ গানে তুমুল নাচ্ছে।যুবতীদের নাম আতিয়া।

এই ভিডিওটি ফেসবুকে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। প্রচুর লাইক এবং শেয়ার হয়েছে এই ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে এই যুবতী টিকটক ভিডিও করার জন্য বৃষ্টির জলে জিমন্যাস্টিকের ভোল্ট খেতে গিয়ে ছাদে স্লিপ খেয়ে ধপাস করে পড়লেন। গোটা ভিডিও ভাইরাল হয়েছে,এসেছে প্রচুর মন্তব্য বলা যেতেই পারে যে খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি হট সেন্সেশন হয়ে উঠেছে সাইবার দুনিয়াতে ।

About kolkata buzz24x7

Check Also

‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ‘অর্থহীন’ ছবি দেখবেন না, শ্রোতাদের অনুরোধ করলেন জুবিন

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি বিভিন্ন চলচ্চিত্রে থেকেও বেশি পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছে দক্ষিণের …

Leave a Reply

Your email address will not be published.