







নিজস্ব প্রতিবেদন:-টিকটিকি ঘরে থাকা এমন একটি প্রাণী যা আমাদের ঘরের সাথে সাথে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর । কোনো কারণবশত এই টিকটিকি খাবারের মধ্যে পড়ে গেলে বা অন্য কোন উপায়ে খাবারের সাথে মিশে গেলে তার শরীরের পক্ষে ডেকে আনতে পারে চরম বিপদ । নিমিষের মধ্যে পড়তে পারেন আপনি শারীরিক অসুস্থতায়। এর পাশাপাশি অনেকে আবার টিকটিকি কে দেখলেই ভয় পায়। কিন্তু টিকিতিকি ঠিকঠাক মতন তাড়ানো যাচ্ছে না বাড়ি থেকে । কিন্তু এই মুহূর্তে আপনাদের আমি কিছু উপায় কথা বলছি এর সাহায্যে আপনারা অনায়াসে বাড়ি থেকে তেলে টিকটিকি সরিয়ে নিতে পারবেন।




প্রথমেই বলে রাখি এই টিপস গুলি সম্পূর্ণ কার্যকরী এবং পরীক্ষিত। তাই অতি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই টিপসগুলো।প্রথমে আপনি বাড়ির যে জায়গাতে টিকটিকি দেখা যায় সেখানে রসুনের কোয়া রেখে দিতে পারেন । টিকটিকি রসুনের গন্ধ একদম সহ্য করতে পারে না।




বাজারে ডেটল সাবান কিনতে পাওয়া যায় যার দাম অত্যন্ত কম । এ ডেটল সাবান কে দুই ভাগে ভাগ করে নিন । এবং একটি ভাগ কে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে । এবং সচরাচর সে জায়গা গুলি তে টিকটিকি যেখানে ঘোরাফেরা করে সেই জায়গায় রেখে দিতে হবে যেমন ফ্রিজের মাথার উপর বাড়ির সামনে বা রান্নাঘরে অর্থাৎ যেখানে যেখানে টিকটিকি ঘোড়া ফেরা করে সেখানে। তাহলে দেখবেন টিকটিকি আর বাড়িতে আসছে না ।




টিকটিকি হলো শীতল রক্তের প্রাণী তাই যদি আপনি টিকটিকির গায়ে বরফ জলে স্প্রে করে দেন তাহলে সেটি জমে যায় অর্থাৎ টিকটিকি জমে যাবে । কাজেই আপনি যেখানে টিকটিকি দেখবেন তৎক্ষনাত তার মধ্যে স্প্রে করে দিন । তারপর সে যখন জমে যাবে তখন তাকে তুলে বাইরে ফেলে দেবেন।











