







নিজস্ব প্রতিবেদন:-বর্তমান যুগে মানুষরা এতটাই উন্নত হয়েছে যে মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারে যেকোনো মানুষের চিত্রকে । একদমই ঠিক শুনেছেন । মানুষের রূপকে মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারে যেকোনো মেকআপ আর্টিস্ট । তাই মেকআপ আর্টিস্ট এর কদর প্রতিনিয়ত বেড়েই চলেছে গোটা বিশ্বে । কোন সিনেমার মেয়েকে বিয়ে বাড়ির মেকআপ জন্মদিনে পার্টি হোক বা অন্য যেকোনো ধরনের উৎসবের জন্য মেকআপ রীতিমতো এদের চাহিদা সব সময় থাকে ।। সে অর্থে প্রতিনিয়ত বেড়েই চলেছে মেকআপ শেখার আগ্রহী মানুষের সংখ্যা




সম্প্রতি বেশকিছু ভিডিও আমরা ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্লাটফর্মে দেখতে পাবো সেখানে যদি ভালো করে লক্ষ্য রাখি তাহলে দেখা যাবে যে এমন কিছু কিছু মেকআপ আর্টিস্ট রয়েছে যাদের হাতের কাজ অত্যন্ত সুন্দর এবং নিখুঁত এবার সেই চিত্র দেখা গেল এই ভিডিওর মাধ্যমে একটি পার্লারে একটি শ্যাম বর্ণের মহিলা এসে উপস্থিত হয়েছে । যার পোশাক-আশাক এবং ভাবমূর্তি দেখলে আপনি এমনটা মনে করতেই পারেন যে তিনি প্রচণ্ড অগোছালো থাকেন । কিন্তু তাকে গোছালো করে দেওয়ার দায়িত্ব নিজেই পার্লারের বেস্ট মেকআপ আর্টিস্ট ।




সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে সেখানে দেখা যাচ্ছে যে সে মহিলাকে রীতিমতো যত্ন নিয়ে চুল আঁচড়ে পায়ের নখ পরিষ্কার করে এমনকি ভালো করে চুল কেটে দারুণভাবে মেকআপ করে দিলেন সেই মেকআপ আর্টিস্ট । তারপরে মুহূর্তের মধ্যে পাল্টে গেল তার চিত্রটা অর্থাৎ যে শ্যাম বর্ণের মহিলাটি পার্লারে প্রবেশ করেছিল সেই মহিলাটি যখন পার্লারে বাইরে বেরোলো তখন তার চিত্র একদম আলাদা । অর্থ এর থেকে আপনি অনুধাবন করতে পারছেন যে মানুষ এখন কতখানি প্রযুক্তি উপর বিশ্বাস করতে শিখেছে ভরসা করতে শিখেছে ।।।











