







নিজস্ব প্রতিবেদন :-আপনারা যারা বা আমরা যারা ট্রেনের পরিসেবা গ্রহণ করে থাকি তার একটা জিনিস ভালো মত কোন ভাবে লক্ষ্য করে দেখব যে যদি কোনো পশু-পাখি জন্তু-জানোয়ার বা মানুষ রেল লাইনের উপরে চলে আসে তাহলে ট্রেন চালক তাকে দেখা সত্বেও ব্রেক মারে না । কিন্তু কেন ? একটি মানুষের জীবনের থেকে তো সময় মূল্যবান হতে পারে না । কিন্তু তা সত্ত্বেও ট্রেনের চালক কেন ব্রেক কষা না সে ব্যাপারে কি আপনার কোন তথ্য জানানো হয়েছে যদি জানা না থাকে তাহলে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কিছুই তথ্য আমরা তুলে ধরব বিস্তারিত ভাবে ।




উন্নত সভ্যতা তে পরিষেবা কি আরও উন্নত করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা যানবাহনে ব্যবহার হচ্ছে যার মাধ্যমে সময় এখন আমাদের হাতের মুঠোতে । এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য আমরা মূলত ট্রেনের ব্যবহার করে থাকি । তার পাশাপাশি ব্যবহার করে থাকি বিমানের । কিন্তু রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সাধারণত আমরা ট্রেন ব্যবহার করে থাকি ।




ট্রেনের সাথে সাথে যে ঘটনাগুলো জড়িয়ে থাকে সেটি হলো দুর্ঘটনা অনেক সময় দেখা গেছে রেললাইনের উপর বিভিন্ন আত্মহত্যার ঘটনা সামনে এসেছে । তার পাশাপাশি দেখা গেছে ট্রেনের ধাক্কায় অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটেছে বিভিন্ন পশু পাখির জন্তু জানোয়ার ও মানুষের । কিন্তু যে প্রশ্নটা সাধারণত মানুষের মনে ঘোরাফেরা করে যে রেল চালক সবকিছু থাকার পরও ট্রেন কেন থামায় না তার উত্তর দেওয়া হবে আজকের প্রতিবেদন।।




এমনটা জানানো হচ্ছে যে যদি কোন ট্রেন ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে চলে এবং তাকে যদি কোনো কারণে এমার্জেন্সি ব্রেক করতে হয় তাহলে অন্তত ন্যূনতম ৯০০ মিটার দূরত্ব প্রয়োজন ।হয় কিন্তু ৯০০ মিটার দূরত্বে থেকে সামনে কি রয়েছে তা ট্রেন চালকের পক্ষে দেখা সম্ভব না । অপরদিকে ৮০ কিলোমিটার বেগে থাকে তাহলে ট্রেনে বসার জন্য অন্তত ৭৫০ মিটার দূরত্বের প্রয়োজন হয় ।




এত দূর থেকেও ট্রেনের চালক এর পক্ষে দেখা সম্ভব নয় যে আগে রেললাইনের উপর কি রয়েছে ।তাই যখন হঠাৎ করে ট্রেনচালক সামনে কিছু দেখতে পায় তখন তার কাছে উপায় বলতে ট্রেনের হর্নের ছাড়া আর কিছুই থাকে না । এতে মানুষ পশু-পাখি জন্তু-জানোয়ার কে সতর্ক করতে পারে এ বেশি কিছু করা যেতে পারে না ।















